Soumitrisha Kundu: ‘তুম মিলে দিল খিলে’, পাহাড়ে বৃষ্টিতে ভিজে মনের শান্তি খুঁজে পেলেন সৌমিতৃষা! ভাইরাল ভিডিও
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী।

Soumitrisha Kundu Viral Video: বেশ কয়েক মাস আগেও জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মিঠাই (Mithai)’। সম্প্রচারের প্রথম দিন থেকেই এই ধারাবাহিক মানুষের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র ছিল মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu ) এবং সিড ওরফে আদৃত রায় (Adrit Roy) । প্রথম থেকেই এই দুজনের সম্পর্কের কেমিস্ট্রি মন কেড়েছিল দর্শকের। সকল দর্শকই এই দুই জুটিকে খুবই ভালোবাসতেন।
যতদিন অতিবাহিত হয়েছে ততই মিঠাই ওরফে সৌমিতৃষা সকলের প্রিয় হয়ে উঠেছিলেন। বর্তমানে তাঁর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। মিঠাইয়ের জনপ্রিয়তার পরই দেবের হাত ধরে টলিউডে পা দিয়েছেন তিনি। দেবের বিপরীতে প্রধান সিনেমায় অভিনয়ের মাধ্যমে টলিউডে ডেবিউ করবেন অভিনেত্রী সৌমিতৃষা।
Soumitrisha Kundu Instagram Viral Video
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ফটোশুট বা রিলস ভিডিও তিনি শেয়ার করেন তার অনুগামীদের সঙ্গে। যা বেশ ভাইরাল হয়। সম্প্রতি সৌমিতৃষার একটি রিলস ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে পাহাড়ি রাস্তায় শাড়ির আঁচল উড়িয়ে আনন্দে ছুটে বেরিয়ে বৃষ্টিকে উপভোগ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিওটিতে নিজেকে বৃষ্টি প্রেমী বলে দাবি করেছেন মিঠাইরানী। তার পরনে ছিল সাদা ও আকাশি কম্বিনেশনের একটি ফিনফিনে শাড়ি। তার হাসি ও এক্সপ্রেশন আবারও মুগ্ধ করেছে তার ভক্তদের। ভাইরাল হওয়ার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গে চলছে প্রধান সিনেমার শুটিং। তার ফাঁকে ফাঁকেই একান্তে সময় কাটাচ্ছেন তিনি পাহাড়ে। পাহাড়ের কোলে ক্যামেরাবন্দি করা এক একটি মুহূর্তের ছবি-ভিডিওতে ভরে উঠছে তার সোশ্যাল মিডিয়ার পাতা। ছবি পোস্ট করার পরে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। আপাতত দেব-সৌমিতৃষার কেমিস্ট্রি কতটা হিট হতে পারে সেটাই দেখার অপেক্ষায় আছেন সকল দর্শক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি