Sourav Ganguly: ‘ম্যাডাম প্রথম থেকেই মিষ্টি’, দাদাগিরির মঞ্চে স্ত্রী ডোনার প্রসঙ্গে গদগদ সৌরভ
দাম্পত্য জীবনেরও ২৭টা বছর পার করে ফেলেছেন সৌরভ ও ডোনা।

Sourav Ganguly & Dona Ganguly: ক্রিকেটের ময়দানে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) দাপট দেখেননি এমন মানুষ খুব কমই আছেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু খুবই রোমান্টিক। স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) সঙ্গে তার মিষ্টি-মধুর সম্পর্কের কথা প্রায় সকলেই অবগত। পাশের বাড়ির মেয়ে ডোনাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন মহারাজ। দাম্পত্য জীবনেরও ২৭টা বছর পার করে ফেলেছেন তারা। তবুও চিরনতুন তাদের প্রেম কাহিনী। যে কোনো সিনেমার স্ক্রিপ্টকেই হার মানাবে তাদের প্রেম।
Dadagiri Episode Viral On Social Media
বেশ অনেক বছর নিজেকে ক্রিকেটের ময়দান থেকে সরিয়ে রেখেছেন সৌরভ গাঙ্গুলী। তবে দক্ষতার সঙ্গে সঞ্চালনা করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি (Dadagiri Unlimited Season 10)। সম্প্রতি এই রিয়েলিটি শোয়ের ১০তম সিজন শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। এইবারেও বিভিন্ন প্রতিযোগী এবং তারকাদের সঙ্গে মেতে উঠেছে দাদাগিরির (Dadagiri Unlimited) প্রতিটি পর্ব। খেলার মাঝেই দাদার সঙ্গে গল্পে মাতেন প্রতিযোগীরা। সৌরভ বাড়িতে বা ডোনা ম্যাডামের কাছে ঠিক কেমন এই নিয়ে বেশ কৌতূহলী থাকেন প্রতিযোগীরা। প্রতি পর্বেই ম্যাডাম ডোনার সম্পর্কে কিছু সিক্রেট ফাঁস করেন সৌরভ।
Sourav Ganguly and Dona Ganguly
মাঝেমধ্যে এইসব পর্বের ক্লিপ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এইবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu) ধারাবাহিকের কলা কুশলীরা উপস্থিত হয়েছেন দাদাগিরির মঞ্চে। সেখানেই রুচিরার প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন দাদা। নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণার বান্ধবী তথা চয়নের প্রেমিকা রুচিরা ওরফে অভিনেত্রী সৌমি চক্রবর্তী সৌরভকে প্রশ্ন করেন, তাঁর জীবনে এমন কোনও লাভ স্টোরি আছে কিনা যা প্রথমে তেঁতো ছিল কিন্তু পরে আস্তে আস্তে মিষ্টি হয়েছে। সৌরভ হাসিমুখে জবাব দেন, ব্যক্তিগত জীবনে তার এমন কোন গল্প নেই কারণ ম্যাডাম প্রথম থেকেই মিষ্টি। সৌরভ গাঙ্গুলি এখনো পর্যন্ত যে তার স্ত্রীর প্রেমে হাবুডুবু খান তা আর নতুন করে বলে দিতে হয়না।
সব সীমা পার! নীলকে পেতে মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিল ময়ূরী, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
প্রসঙ্গত উল্লেখ্য, বাড়ির অমতেই ১৯৯৬ সালের আগস্ট মাসে আইনি বিয়ে সেরেছিলেন সৌরভ ও ডোনা। এক বছর পর সবকিছু জানাজানি হতে সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর কোল আলো করে আসে মেয়ে সানা। বর্তমানে ব্রিটেনের নামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাভ করে বিশ্বের অন্যতম জনপ্রিয় কনস্যালট্যান্ট কোম্পানিতে কাজ করছেন সৌরভ কন্যা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি