Spot The Difference: দুটি ছবির মধ্যে পার্থক্য খুঁজুন, সময় মাত্র ২০ সেকেন্ড
বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন।

Spot The Difference: নিজের দৃষ্টিশক্তির পরীক্ষা করে নিতে চান? তবে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) জাতীয় ধাঁধার সমাধান খুঁজে বের করতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রকার ধাঁধা। কখনো শব্দ, কখনো সংখ্যা, কখনো ছবির মধ্যে মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে ধাঁধার সমাধান আসা যায়। সব বয়সের মানুষদের কাছেই সমানভাবেই জনপ্রিয় হয়ে উঠছে এই প্রকার চোখের ধাঁধাগুলি। সারাদিনের কর্মব্যস্তময় জীবনে আনন্দের রসদ জোগাচ্ছে এগুলিই। আজকের এই প্রতিবেদনে রইলো এরকমই একটি মজাদার ধাঁধা। চলুন দেখে নেওয়া যাক।
Can You Find the DifferenSpotce Between Two Images
উপরে পাশাপাশি দুটি একইরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে একটি মেয়ে লাল রঙের ফ্রক পরে, মাথায় বিনুনি করে, হাতে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপাত দৃষ্টিতে দেখে অবশ্য দুটো ছবি একই মনে হচ্ছে। তবে না, এটিই হলো চোখের ধাঁধা! আসলে এই ২টি ছবিতে রয়েছে মোট ৩টি পার্থক্য। যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যুক্ত সমাধানকারীকে। শুধু তাই নয়, এর সাথে গভীর পর্যবেক্ষণেরও প্রয়োজন রয়েছে। তবে আর দেরি না করে, শুরু করা যাক।
Can You Find the Difference Between Two Images in 20 Secs
তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় কিন্তু সীমিত মাত্র ২০ সেকেন্ড। এর মধ্যেই সঠিক পার্থক্যগুলি খুঁজে বের করতে হবে। দৃষ্টিশক্তির পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাকেও বাড়াতে হবে। মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে ছবি দুটিতে।
সমাধানকারীদের দেওয়া ২০ সেকেন্ড শুরু হল ঠিক এখানেই।
মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে
কি খুঁজে পেলেন পার্থক্যগুলি?
২টি ছবিতে থাকা ৩টি পার্থক্য খুঁজে বের করুন, সময় মাত্র ১৩ সেকেন্ড!
Spot The Difference: Solution
সময় শেষ! অনেকেই হয়তো ইতিমধ্যেই ৩টি পার্থক্য চিহ্নিতকরণ করে ফেলেছে। তবে যারা পারেননি, তাদেরও হতাশ হওয়ার কারণ নেই। গভীর অনুশীলনের দ্বারা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। প্রতিবেদনের শেষে ৩টি পার্থক্য বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি