ট্রেন্ডিং

Spot the Difference: দুটি ছবিতে রয়েছে ৩টি পার্থক্য, খুঁজে বের করুন; সময় মাত্র ১৩ সেকেন্ড

আজকের এই প্রতিবেদনে এরকমই দুটি মজাদার ছবি হাজির করা হয়েছে, যেগুলিতে ৩টি পার্থক্য

Advertisements

স্পট দ্যা ডিফারেন্স (Spot the Difference) হল এক ধরনের চোখের ধাঁধা, যার মাধ্যমে পাঠকরা নিজের দৃষ্টিশক্তির পরীক্ষা করে নিতে পারে। কখনো ছবি, কখনো সংখ্যা, কখনো বা কিছু শব্দের মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে এই জাতীয় খেলার সমাধান বের করা সম্ভব । তবে এই মিল-অমিল খুঁজে বের করতে গভীর পর্যবেক্ষণের প্রয়োজন হয়। আজকের এই প্রতিবেদনে এরকমই দুটি মজাদার ছবি হাজির করা হয়েছে, যেগুলিতে ৩টি পার্থক্য (Spot the Difference) রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার পাতায় এই জাতীয় অমিল খুঁজে বের করতে হয়। আগে যেগুলি ম্যাগাজিনের মাধ্যমে পাওয়া যেত। তাহলে আর দেরি না করে দেখে নিন কি ধাঁধা হাজির হয়েছে আজ।

Spot 3 Differences Between the Images

Spot the Difference

২ টি একই রকম দেখতে ছবি পরপর দেখা যাচ্ছে। যেখানে একটি খোদাই করা কুমড়ো মাথায় দেওয়া ১টি লোক রয়েছে। তার হাতে রয়েছে একটি টুপি। পিছন দিকে আরও দুটি একই রকম কুমড়ো দেখা যাচ্ছে। ছবি ২টি আপাত দৃষ্টিতে দেখে তো একই লাগছে তাই না? কিন্তু এই একইরকম ২টি ছবির মধ্যে মোট ৩টি পার্থক্য রয়েছে, যা খুঁজে বের করতে হবে সমাধানকারীকে।

Advertisements

Spot the Differences in 13 Seconds

Spot the Difference

হাতে সময় খুবই কম মাত্র ১৩ সেকেন্ড! তাহলে সময় শুরু হল ঠিক এখন। গভীর দৃষ্টি শক্তি, পর্যবেক্ষণ এবং বুদ্ধি শক্তিকে কাজে লাগিয়ে প্রখর জ্ঞানের মাধ্যমে এই জাতীয় ধাঁধার সমাধান করা সম্ভব। তবে তাড়াহুড়ো নেই, সময় নিয়ে খুঁজতে থাকুন ধাঁধার উত্তর। যদি কেউ ১৩ সেকেন্ডের আগেই ৩টি অমিল খুঁজে বের করে ফেলে, তাহলে তারা সত্যিই জিনিয়াস।

দুটি ছবিতে রয়েছে ৫ টি অমিল, ১৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Spot 3 Differences in 13 Seconds: Solution

Spot the Difference

সময় শেষ হল ঠিক এখানেই! কেউ কেউ হয়তো ইতিমধ্যে উত্তর খুঁজে পেয়ে গেছে অমিলগুলি। আবার কেউ কেউ অমিল খুঁজে বের করতে রীতিমতো কালঘাম ছুটিয়েছে। তবে চিন্তা নেই, উত্তর হাজির প্রতিবেদনের শেষে! ৩টি পার্থক্যকে আলাদা আলাদা করে চিহ্নিতকরণ করে দেওয়া হলো পাঠকদের উদ্দেশ্যে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles