ট্রেন্ডিং

Spot The Differences: পান্ডার ছবি দুটির মধ্যে রয়েছে ৫টি পার্থক্য, খুঁজে বের করুন মাত্র ১৫ সেকেন্ডে

এই জাতীয় খেলাগুলি পাঠকদের অত্যন্ত পছন্দের এবং তারা বেশ মজার সাথে খেলে।

Advertisements

Spot The Differences Puzzle: একপ্রকার চোখের ধাঁধা বলে আখ্যা দেওয়া হয় এই জাতীয় খেলাগুলিকে। কিছু মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে (Spot The Differences) এই জাতীয় ধাঁধার সমাধান দিতে হয়। এর জন্য প্রয়োজন তীক্ষ্ণ দৃষ্টি শক্তির পাশাপাশি পর্যবেক্ষণ করার ক্ষমতা। গভীর পর্যবেক্ষণের মাধ্যমে কিছু অমিল খুঁজে বের করে ধাঁধার সমাধানে এসে উপস্থিত হতে হয়। এই জাতীয় খেলাগুলি পাঠকদের অত্যন্ত পছন্দের এবং তারা বেশ মজার সাথে খেলে। তাহলে আর দেরি না করে দেখে নিন, আজকের প্রতিবেদনে একটি নতুন ধাঁধা অপেক্ষা করছে।

Spot The Differences Between The Two Panda Picture

Spot The Differences

পান্ডার দুটি ছবি পাশাপাশি দেওয়া হয়েছে, যা আপাতদৃষ্টিতে দেখে একই মনে হচ্ছে। একটি সবুজ মাঠের ওপর বসে রয়েছে একটি পান্ডা, যার হাতে একটি গাছের ডাল। পিছনে দেখা যাচ্ছে বাঁশ বাগান। তবে এই একই রকম ছবির মধ্যে ৫ টি পার্থক্য (Spot The Differences) রয়েছে, যা খুঁজে বের করতে হবে সমাধানকারীকে। খুব ভালোভাবে লক্ষ্য করলেই এবং পর্যবেক্ষণ করলেই এর উত্তর দেওয়া সম্ভব।

Advertisements

Spot 5 Differences in 15 Seconds

সমাধানকারীর উদ্দেশ্যে বলে রাখা ভালো, সময় কিন্তু মাত্র ১৫ সেকেন্ড! তাই ঘড়ি ধরে এগোনোই ভালো! এই অমিল খোঁজার খেলায় সাফল্য পাওয়ার জন্য স্মৃতিশক্তি, চোখের শক্তি এবং বুদ্ধি শক্তিকে কাজে লাগাতে হবে। অনেকের ক্ষেত্রে এই কাজটি বেশ সহজ হলেও, অনেকেই এর উত্তর দিতে পারবে না একেবারে।

দুটি ছবিতে রয়েছে ৩টি পার্থক্য, খুঁজে বের করুন; সময় মাত্র ১৩ সেকেন্ড

Spot the Difference Solution

Spot The Differences

তবে যারা পারবে না তাদেরও চিন্তার কোন কারণ নেই। উত্তর রয়েছে এই প্রতিবেদনের শেষেই। ১৫ সেকেন্ড শেষ হলো এখানেই আর পার্থক্যগুলি বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles