Srabanti Chatterjee: “আমি সিঙ্গেল ও পুরোপুরি ভার্জিন”! বিস্ফোরক মন্তব্য করে ট্রোলের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাকে নিয়ে বিতর্কের কোনো শেষ নেই, তিনি হলেন 'শ্রাবন্তী চট্টোপাধ্যায়' (Srabanti Chatterjee)।

Srabanti Chatterjee: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাকে নিয়ে বিতর্কের কোনো শেষ নেই, তিনি হলেন ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Srabanti Chatterjee)। তিনবার বিয়ে করেছেন অভিনেত্রী আর তিনবারই ঘটেছে বিচ্ছেদ। এই সব কিছু নিয়েই বারংবার চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে আসেন তিনি। তবে এবার তিনবার বিয়ের পরেও নিজেকে ভার্জিন বলে দাবি করলেন তিনি! যা শুনে কার্যত হতবাক দর্শক মহল।
Tollywood Actress Srabanti Chatterjee Said She is Single and Virgin
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে সম্পূর্ণ সিঙ্গেল বলে দাবি করেন অভিনেত্রী। এর পাশাপাশি তিনি বলেন, তিনি এখনো পর্যন্ত ভার্জিনই রয়েছেন! এমন শুনে তাকে নিয়ে সর্বত্র কটু কথার ঝড় বয়েছে। তিনবার বিয়ের পরেও কীভাবে অভিনেত্রী নিজেকে ভার্জিন বলে দাবি করেছেন, তা জানতে উৎসুক হয়ে উঠেছে সাধারণ মানুষ। এর পাশাপাশি অভিনেত্রী আরও বলেছেন, তিনি তাঁর পরিবার ও সন্তান সবাইকে নিয়ে মিঙ্গেল রয়েছেন।
তবে বলা বাহুল্য, তার ব্যক্তিগত জীবন নিয়ে যতই নিন্দার ঝড় উঠুক না কেনো, আদতে কিন্তু অভিনেত্রীর ফ্যান-ফলোয়ার্স সংখ্যা কম কিছু নয়। বয়স যতই বাড়ুক না কেনো, তাঁর রূপের মাধুর্যে হাজারো পুরুষ ভক্তের ঘুম উড়ে যায়। এর পাশাপাশি তিনি অভিনয়তেও সমানভাবে দক্ষ।
ফাঁকা বেডরুমে জামার বোতাম খুলে খেল দেখলেন শ্রাবন্তী!…. ভাইরাল ভিডিও
আগামী দিনে বেশ কয়েকটি ছবি নিয়ে টলিপাড়ায় নতুন চমক রাখতে চলেছেন অভিনেত্রী। ‘দেবী চৌধুরানী’ নামক সিনেমাতে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া আগামী দিনে জিতু কমলের সাথে ‘আমি আমার মতো’ সিনেমাতেও দেখা যাবে শ্রাবন্তীকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি