বিনোদন দুনিয়াখবর

Srabanti Chatterjee: ফাঁকা বেডরুমে জামার বোতাম খুলে খেল দেখলেন শ্রাবন্তী!…. ভাইরাল ভিডিও

সময়ের সঙ্গে সঙ্গে যেমন অভিনয় জগতে জনপ্রিয়তা বেড়েছে শ্রাবন্তীর ঠিক তেমনই বেড়েছে গ্ল্যামার।

Advertisements

Srabanti Chatterjee: সময় এগিয়ে গেলেও বয়স যেন তাঁর থমকে গেছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) দেখে অন্তত এমনটাই বলছেন নেটপাড়া। তাঁর ত্বকের জেল্লা এখনও কমেনি একফোঁটাও। সময়ের সঙ্গে সঙ্গে যেমন অভিনয় জগতে জনপ্রিয়তা বেড়েছে শ্রাবন্তীর ঠিক তেমনই বেড়েছে গ্ল্যামার। তাঁর সৌন্দর্যের কাছে হার মানতে হয় বর্তমানের তরুণীরা। আর এবার সোশ্যাল মিডিয়ায় তিনি যে কাজ করলেন তা দেখে রীতিমত অবাক হয়ে গেছেন অনুরাগীরা।

সাদা ওভারসাইজড শার্টে ফটোশ্যুট করে ফেলেছেন বহু অভিনেত্রী। পাওলি দাম থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী সকলেই ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সামনে যেন ফিকে হয়ে গেল সেই অভিনেত্রীদের গ্ল্যামার। বি-টাউন সেলেবদের কাছ থেকে কোনো অংশে কম নন তিনি। সাদা শার্টে অভিনেত্রীর মোহময়ী লুক দেখে তাঁর প্রেমে পড়েছেন অনুরাগীরা।

Advertisements

Srabanti Chatterjee

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ছবিটি অভিনেত্রী তুলে ধরেছেন সেখানে তাঁকে দেখা গেল সাদা রঙের ওভারসাইজড শার্ট পরে। সবচেয়ে বেশি নজর কেড়েছে শার্টের কলার। খোলা অবস্থায় রয়েছে বোতাম। ছোটো ছোটো ডিটেলিং বেশ নজরকাড়া। প্রিয় অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতেই পারছেন নেটনাগরিকরা।

Advertisements

বাবার কোলে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে সে বাংলার নামজাদা অভিনেত্রী

Srabanti Chatterjee

এই শার্টের সঙ্গে একটি ইন্ডিগো ব্লু ডেনিম শর্টস পড়েছেন তিনি। শ্রাবন্তীর (Srabanti Chatterjee) এই লুক রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি তুলে ধরেছেন অভিনেত্রী। পোস্ট করেছেন একটি ভিডিও। শ্রাবন্তীর ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়া। প্রশংসা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।

Srabanti Chatterjee Instagram video

যদিও সমালোচকেরা কিন্তু ছি ছি করতে ভুলে যাননি। উল্লেখ্য, এই অভিনেত্রীর কাজের জগতের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয় সামাজিক মাধ্যমে। বলা বাহুল্য, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নেটপাড়ার কাছে মুখরোচক বিষয় হয়ে উঠেছে। যদিও সমালোচকেদের খুব একটা বেশি পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। তিনি থাকেন নিজের খেয়ালেই।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles