বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Srabanti Chatterjee: নিশি ঠেকে উদ্দাম নাচ অভিনেত্রী শ্রাবন্তীর, রইল ভাইরাল ভিডিও 

বর্তমানে দেবী চৌধুরানী চরিত্রটকে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমে কোনো ফাঁক রাখছেন না অভিনেত্রী।

Advertisements

Srabanti Chatterjee Viral Video: টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। অভিনেত্রীর আসন্ন ছবি দেবী চৌধুরানী নিয়ে বেশ ব্যস্ততা লক্ষ করা যাচ্ছে তার মধ্যে। দেবী চৌধুরানীর মতো একটি ঐতিহাসিক চরিত্রকে ফুটিয়ে তুলতে যে তাকে কঠিন পরিশ্রম করতে হচ্ছে তা বলাই বাহুল্য। এরই মাঝে ৫ই অক্টোবর শুক্রবার তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ের উদ্দেশ্যে। বিশেষ কাজের জন্যই মায়ানগরীতে পাড়ি দিয়েছিলেন তিনি। সেই কাজ মিটিয়ে ফিরে আসেন কলকাতায়।

Srabanti Chatterjee Viral Video

তবে এর মাঝেই সপ্তাহান্তে মুম্বাইয়ের একটি ডিস্কে রাত পার্টিতে মেতেছিলেন অভিনেত্রী Srabanti Chatterjee। সেই ভিডিও নিজেই তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ভিডিওটি শেয়ার করার পরই তা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অভিনেত্রীর সঙ্গে তার বন্ধু বান্ধবদেরও সেই পার্টিতে দেখা গিয়েছে। ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে’ ছবির ‘কোকা কোলা’ গানে পার্টি মুডে ফুরফুরে মেজাজে নাচতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই অভিনেত্রীকে লিখেছেন দিনটা মজা করে কাটান আবার অনেকেই রেড হার্ট ইমোজিতে ভরিয়ে তুলেছেন ভিডিওর কমেন্ট সেকশন। তবে এইসবের মাঝেও কটাক্ষের শিকার হয়েছেন তিনি। যদিও সেইসব কটাক্ষকে বিশেষ পরোয়া করেন না অভিনেত্রী।

Advertisements

গান গেয়ে মঞ্চ মাতালেন টলি ডিভা শ্রাবন্তী! দেখুন ভাইরাল ভিডিও

পূজোর আগেই নতুন ছবি নিয়ে তার ব্যস্ততা তুঙ্গে। মুম্বই থেকে ফিরে আবারও কাজের সূত্রে আগরতলায় পাড়ি দেবেন অভিনেত্রী। বর্তমানে দেবী চৌধুরানী চরিত্রটকে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমে কোনো ফাঁক রাখছেন না অভিনেত্রী। ইতিমধ্যে ময়দানে ঘোড়সওয়ারের ট্রেনিং শুরু করেছেন তিনি। নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন সেই ভিডিও। এই সিনেমার জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ঐতিহাসিক চরিত্রের জন্য সেই সময়ের ভাষা বা কথা বলার ধরন সবটাই নিখুঁত ভাবে রপ্ত করতে হচ্ছে অভিনেত্রীকে। দেবী চৌধুরানী যে তার ফিল্মি কেরিয়ারের জন্য একটি মাইল স্টোন হতে চলেছে তা বলাই বাহুল্য।

Advertisements

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles