Srabanti Chatterjee: পরনে টুকটুকে লাল পোশাক, সমুদ্র সৈকতে উদ্দাম নাচ অভিনেত্রী শ্রাবন্তীর! ভাইরাল ভিডিও
টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে 'শ্রাবন্তী চট্টোপাধ্যায়' (Srabanti Chatterjee) হলেন অন্যতম।

Srabanti Chatterjee: টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Srabanti Chatterjee) হলেন অন্যতম। তবে বলা বাহুল্য বিতর্কের আরেক নাম হল অভিনেত্রী শ্রাবন্তী। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন, সবকিছুই থাকে চর্চার পাতায়। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। দুর্ভাগ্যবশত সেই তিনটে বিয়েই বিচ্ছেদের পথে হাঁটে পরবর্তীকালে! যদিও নেটিজেনদের কুমন্তব্যে মাথা ব্যাথা নেই তাঁর! নিজের মতোই জীবন যাপন করেন তিনি। অভিনয় ছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন। প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেন ঘুরতে যাওয়ার নানান মুহূর্ত আর এবারও ঠিক এরকমটাই করলেন।
Tollywood Actress Srabanti Chatterjee
সম্প্রতি সমুদ্র সৈকতে ভ্রমণে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। ট্রেন্ডিং গানে খোলামেলা পোশাক পরে মন খুলে নেচেছেন আর সেই মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে শ্রাবন্তীকে দেখা গেছে, একটি ছোটো লাল পোশাক ও চোখে সানগ্লাস পরে দুই হাত মেলে দৌড়ে বেড়াতে সমুদ্র তটে। তাঁর গোলাপি আভায় মোড়া ঠোঁট আকৃষ্ট করেছে পুরুষ ভক্তদের। স্বাভাবিকভাবে অল্প সময়েই ভাইরাল হয়ে উঠেছে ভিডিওটি। বোঝা গেছে অভিনেত্রী ছুটি কাটাতে কোনো পছন্দের জায়গায় গিয়ে আনন্দ উপভোগ করছেন।
Viral Video
ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিওটি নেটিজেনদের মিশ্র মন্তব্যে ভরে উঠেছে। খুব অল্প সময়ের মধ্যেই ৩ লাখেরও বেশি ভিউজ পেয়েছে ভিডিওটি। প্রায় ৪১ হাজার মানুষ পছন্দ করেছে অভিনেত্রীর এমন রূপ। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী যুক্ত করেছেন, “ওয়ান্ডারিং” কথাটি।
ফাঁকা বেডরুমে জামার বোতাম খুলে খেল দেখলেন শ্রাবন্তী!…. ভাইরাল ভিডিও
Netizen’s Reactions
ছোটো লাল পোশাক, লাল লিপস্টিক আর চোখে সানগ্লাস; এইসব মিলিয়েই বিতর্কের পাতায় উঠে এসেছেন তিনি। কমেন্ট বক্সে কেউ মন্তব্য করেছে, “এখনও এইসব ছাড়েননি, আবার বিয়ে করবেন নাকি”। আবার কেউ বিদ্রুপ করে লিখেছে, “পোশাকটা খুবই বড় হয়ে গেছে”। একজন আবার অভিনেত্রীকে ভালোবাসা জানিয়ে লিখেছে, “তুমি যাই পরো না কেন, সবেতেই তোমাকে সুন্দর লাগে”। কেউ আবার লিখেছে, “এই ছোটো পোশাক পরেই তোমাকে হট লাগে”।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি