অফবিট

Sreenath K: স্টেশনের কুলি থেকে আইএএস অফিসার! শ্রীনাথের সাফল্য অনুপ্রাণিত করবে আপনাকেও

শুধুমাত্র একটি সেলফোনকে হাতিয়ার করে একজন আইএএস অফিসার হয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে নজির গড়েছেন কেরালার শ্রীনাথ কে

Advertisements

Sreenath K: ইচ্ছে থাকলে উপায় হয়! নীতিকথার এই লাইনটিকে বাস্তব জীবনে আরও একবার সত্যি প্রমাণ করলেন কেরালার এক যুবক। দৈনন্দিন জীবনে ক্যারিয়ারের পিছনে ছুটছেন সকলেই। নিজের এক চুল জমিও কেউ কাউকে ছাড়তে নারাজ। হাজার হাজার টাকার বই, নামিদামী ইনস্টিটিউশন সর্বত্রই শিক্ষার্থীরা নাম লিখিয়েছে এক প্রকার ইঁদুর দৌড়ে। কিন্তু এরই মাঝে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে কেরালার এক বাসিন্দা। নামিদামী ইনস্টিটিউশন বা পড়ার বইয়ের পিছনে না দৌড়ে শুধুমাত্র একটি সেলফোনকে হাতিয়ার করে একজন আইএএস অফিসার হয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে নজির গড়েছেন কেরালার শ্রীনাথ কে। পেশায় একজন রেলের কুলি শ্রীনাথ।

তাঁর এই সাফল্যের পিছনে আছে অদম্য জেদ ও ইচ্ছা শক্তি। কোনো রকম গাইড এবং ইউপিএসসির জন্য উপযুক্ত বই ছাড়াই একজন আইএএস অফিসার হয়ে উঠেছেন তিনি। তার কাছে পড়ার জন্য না ছিল কোনো কোচিং না টাকা। স্টেশনের ফ্রি ওয়াইফাই, একটি স্মার্টফোন, ইয়ারফোন, সিম কার্ড ও একটি মেমোরি কার্ডকে হাতিয়ার করেই পড়াশোনা করেছেন শ্রীনাথ।

Advertisements

Kerala Coolie passed UPSC IAS Exam Studying Through Free Wifi

Sreenath K

Advertisements

শ্রীনাথ কে কেরালার মুন্নারের একজন বাসিন্দা, নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মের সুবাদে অভাব কোনোদিনই তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে অভাবের সঙ্গে। পরিবারের অভাব দূর করতেই কেরলের এরনাকুলামে কুলির কাজে নিযুক্ত হয়েছিলেন শ্রীনাথ। পাঁচ বছর এই কাজ করলেও ২০১৮ সালে মুদ্রাস্ফীতির সময়ে তিনি বুঝেছিলেন শুধুমাত্র এই কাজে সংসার চালানো সম্ভব নয় তার। সেই সময়ে তার মেয়ের বয়স ১ বছর। নিজের পরিবারকে সুস্থ জীবন দেওয়ার জন্যই নিজের ক্যারিয়ারে আরও কিছু করার সিদ্ধান্ত নেন তিনি।

রত্নকন্যা! বিশ্বের কনিষ্ঠতম সিএ হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন নন্দিনী আগরওয়াল

Kerala Coolie Sreenath K Cracked UPSC IAS Exam

Sreenath K

এরপরই শুরু হয় UPSC- এর প্রস্তুতি। তবে UPSC- এর কোচিন নেওয়ার মতো পর্যাপ্ত টাকা তার ছিল না। স্টেশনের ফ্রি ওয়াইফাই এবং মোবাইল ফোনে অনলাইন কোর্সের অডিও শুনেই নিজেকে প্রস্তুত করতেন তিনি। সারাদিনের পরিশ্রমের পর রাত জেগে করতেন UPSC- এর পড়াশোনা। যাত্রীদের লাগেজ বহন করার সময় অনলাইন কোর্সের অডিওও শুনতেন তিনি। প্রথম দুবার পরীক্ষায় বসলেও সাফল্য আসেনি তার। অবশেষে, কেরালা পাবলিক সার্ভিস কমিশনের আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোটা দেশবাসীর কাছে দৃষ্টান্ত তিনি। যে কোনো শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণা জোগাবে শ্রীনাথের এই গল্প।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles