Stambheshwar Mahadev Temple: অবাক কাণ্ড! দিনে দুবার অদৃশ্য হয়ে যায় ভগবান শিবের এই মন্দিরটি! কেন জানেন?
এই দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক মন্দির রয়েছে যাদের ইতিহাস ঘাটলে উঠে আসে কিছু না কিছু অজানা কাহিনী।

Stambheshwar Mahadev Temple: ভারতবর্ষ বহু প্রাচীন এবং বিভিন্ন রহস্যময় মন্দিরের দেশ। এই দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক মন্দির রয়েছে যাদের ইতিহাস ঘাটলে উঠে আসে কিছু না কিছু অজানা কাহিনী। এই সকল মন্দিরের রহস্যময় কাহিনী দূর-দূরান্ত থেকে আকর্ষণ করে দর্শনার্থীদের।
Stambheshwar Mahadev Temple that Disappears Twice A Day
ভারতের এমনই একটি রহস্যময় মন্দির হলো স্তম্ভেশ্বর মন্দির (Stambheshwar Mahadev Temple) । যা গুজরাট রাজ্যে অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান শিব। ভারতের বিভিন্ন প্রান্তে যেসকল রহস্যময় শিব মন্দির রয়েছে স্তম্ভেশ্বর তার মধ্যে অন্যতম। গুজরাট রাজ্যের কাভির কামবোই শহরে এই মন্দিরটি অবস্থিত। মহেশ্বরের এই মন্দিরটির বয়স প্রায় দেড়শ বছর। আরব সাগর এবং ক্যাম্বে উপসাগরের মধ্যবর্তী অংশে অবস্থান করছে এই মন্দিরটি। ভদোদরা থেকে এর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আশ্চর্যজনক ঘটনা হলো এই মন্দিরটি দিনে অন্তত দুবার জলের তলায় ডুবে যায় এবং তারপর ফের মাথা তুলে ওঠে। এই অদ্ভুত ঘটনা দেখতেই দর্শনার্থীরা ভিড় জমায় মন্দির সংলগ্ন এলাকায়।
Legends Associated With The Temple
মন্দিরের সঙ্গে যুক্ত কিংবদন্তি
কিংবদন্তী অনুসারে, শিবের একজন পরম ভক্ত ছিলেন তারকাসুর। তিনি শিবের আরাধনা করে অমরত্বের বর চেয়েছিলেন। কিন্তু মৃত্যু অনিবার্য বলে ভগবান শিব তাকে আরেকটি বর চাইতে বললে তিনি শিবের থেকে আরেকটি বর চেয়ে নেন। যেখানে তিনি বলেছিলেন ভগবান শিবের ছয় দিনের পুত্র ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। ভগবান শিব তারকাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরপ্রদান করলে অত্যন্ত শক্তিশালী তারকাসুর তিন জগৎ অর্থাৎ স্বর্গ-মর্ত্য-পাতালে ভয়ানক অত্যাচার শুরু করেন। এই ভয়ানক রাক্ষসের হাত থেকে সকলকে মুক্তি দিতে স্বয়ং ভগবান শিব তারকাসুরকে নিধন করার জন্য তার তৃতীয় নয়নের শিক্ষা থেকে দেব সেনাপতি কার্তিকেয়কে সৃষ্টি করেন।তারকাসুরকে বধ করলেও দেব সেনাপতি কার্তিক তাঁর শিব ভক্তির প্রশংসা করেছিলেন। ভগবান কার্তিক (শিবের পুত্র) তারাকাসুর অসুরকে বধ করার পরে নিজে যখন অপরাধবোধে ভুগছিলেন তখন ভগবান বিষ্ণু তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, অত্যাচারী অসুরকে হত্যা করা কোনো পাপ কাজ নয়। কিন্তু যেহেতু তারকাসুর শিবভক্ত ছিলেন, তাই তাঁর হত্যার পাপমোচন করতে গেলে একটি শিব লিঙ্গ স্থাপন করলেই হবে। তারপর সেখানেই এই স্তম্ভেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়।
Why Does This Stambheshwar Mahadev Temple Disappear?
কেন জলের তলায় চলে যায় এই মন্দির?
দিনে দুবার মন্দিরটির জলের তলায় ডুবে ওঠার ঘটনাটি ঘটে মূলত ভরা কোটালের কারণে। সমুদ্রতীর থেকে কয়েক মিটার দূরে অবস্থিত, এই মন্দিরটি ভরা কোটালের সময় সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যায় এবং জোয়ার কমতে শুরু করলে মন্দির এবং মন্দিরের ভিতরে থাকা প্রায় ৪ ফুট উঁচু শিবলিঙ্গটি আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে। নথি অনুসারে, গর্ভগৃহ সম্পূর্ণরূপে সমুদ্রের জলে ঢেকে যায় এবং মন্দিরের কাঠামোর শুধুমাত্র উপরের অংশটি জলের উপরে থাকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি