বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Subhashree Ganguly: ছোট্ট ইউভানকে ফেলে আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী দেশ ছাড়লেন! ভাইরাল এয়ারপোর্ট ভিডিও

চলতি বছরের ডিসেম্বর মাসে 'রাজশ্রী' ওরফে রাজ চক্রবর্তী (Raj Chakraborty )ও অভিনেত্রী শুভশ্রীর (Subhashree Ganguly)ঘর আলো করতে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান।

Advertisements

Subhashree Ganguly: চলতি বছরের ডিসেম্বর মাসে ‘রাজশ্রী’ ওরফে রাজ চক্রবর্তী (Raj Chakraborty )ও অভিনেত্রী শুভশ্রীর (Subhashree Ganguly)ঘর আলো করতে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। সামাজিক মাধ্যমে জুন মাসেই এই সুখবর ভাগ করে ডিসেম্বরে আরেক ক্ষুদে সদস্যের আগমন বার্তা জানান তারা। এর আগে রাজ ঘরণীর ঘর আলো করে এসেছিল পুত্র সন্তান ইউভান (Yuvan)। তার দুষ্টু মিষ্টি ভিডিও মাঝেমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন শুভশ্রী ও রাজ। যা দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা। এমনকি এই খুদের নামে একাধিক পেজও রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Subhashree Ganguly

Advertisements

তবে ইউভান হওয়ার সময় করোনার জন্য বেশ কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হয়েছিল অভিনেত্রীকে তাই সেইভাবে মাতৃত্ব উপভোগ করতে পারেননি তিনি। কিন্তু এইবার গোটা প্রেগন্যান্সির সময়কালেই চুটিয়ে কাজ করতে দেখা গিয়েছে তাকে। সঙ্গে মজাও করেছেন। ডাক্তারের পরামর্শ মেনে সব কিছু করতে দেখা গিয়েছে তাকে। ডান্স বাংলা ডান্সের শুট থেকে আবার প্রলয়ের সাকসেস পার্টি সর্বত্রই দেখা গিয়েছে শুভশ্রীকে। ঘুরে এসেছেন পুরী, ব্যাঙ্কক থেকেও।

Advertisements

Yuvan went to the airport to recieve Subhashree Ganguly 

তবে এইবার চর্চায় উঠে এসেছে অভিনেত্রীর বিদেশ সফর। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে এয়ারপোর্টে দেখা যাচ্ছে শুভশ্রী ও ছোট্ট ইউভানকে। যদিও দেখা যাচ্ছে ইউভান বেশ অভিমান করেছে শুভশ্রীর উপর। আসলে জানা যাচ্ছে বিদেশে চেকাপে গিয়েছিলেন অভিনেত্রী। তবে রেখে গিয়েছিলেন ছোট্ট ইউভানকে। মা একা ছেড়ে চলে গিয়েছিল বলেই তার এই রাগ। এয়ারপোর্টে মা-ছেলের এই মিষ্টি মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন রাজ এবং লিখেছেন ‘এইবার তুমি সামলাও ছেলেকে রেখে গেছো এইবার বোঝো’।

নিশি ঠেকে উদ্দাম নাচ অভিনেত্রী শ্রাবন্তীর, রইল ভাইরাল ভিডিও

Netizen’s Reaction 

মা ছেলের এই মিষ্টি মুহূর্ত মন কেড়ে নিয়েছে তাদের অনুগামীদের। ভিডিওটি ভরে উঠেছে নানান মানুষের নানান মন্তব্যে। কেউ লিখেছেন, ‘ইউভান দেখছি সত্যি ভীষণ অভিমান করেছে, আর করবে নাই বা কেন মাকে ছেড়ে কী কেউ ভালো থাকতে পারে!’ অপর একজন লিখেছেন, ‘মাকে ছাড়া থেকে ইউভানের মুখ শুকিয়ে গেছে। আবার আরেকজন লিখেছেন, ‘ইউভান এইবার দাদা হবে’।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles