বিনোদন দুনিয়াখবর

Subhashree Ganguly: বাঙালি সাজে টলি ডিভা শুভশ্রী গাঙ্গুলী, ট্র্যাডিশনাল ফ্যাশনে অভিনেত্রী এনে দিলেন অন্য মাত্রা!

বাঙালি মেয়ে শুভশ্রীর সাজে সবসময় একটি ঐতিহ্যের ছোঁয়া থাকে, যা বারংবার প্রমাণ করে এসেছেন তিনি।

Advertisements

Subhashree Ganguly: টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) হলেন অন্যতম। একদিকে তার অসম্ভব অভিনয় দক্ষতা, অন্যদিকে স্বামী পরিচালক রাজ চক্রবর্তী; সবকিছু মিলিয়েই তার জনপ্রিয়তা যেন তুঙ্গে!

Subhashree Ganguly

Advertisements

বাঙালি মেয়ে শুভশ্রীর (Subhashree Ganguly)সাজে সবসময় একটি ঐতিহ্যের ছোঁয়া থাকে, যা বারংবার প্রমাণ করে এসেছেন তিনি। আজকের এই প্রতিবেদনে রইলো অভিনেত্রীর সেরা ১০ টি লুক, যা দেখেলে চমকিত হবেন আপনিও!

Subhashree Ganguly’s Ethnic Elegant Looks

Advertisements

পরের সাজে অভিনেত্রী হাজির হয়েছে কুমারী মেয়ে রূপে। তার পরনে রয়েছে একটি কমলা রঙের চুড়িদার সাথে নেটের লাল ওড়না। যাতে অসংখ্য স্টোনের কাজ করা পার জুড়ে। এই সাজেও তাকে লাগছিল অনবদ্ধ।

প্রথম লুকেই রয়েছে একটি লাল গর্জিয়াস শাড়ি। যার সাথে অসাধারণ কাজ করা একটি স্লিভলেস ব্লাউজ। কানে পরেছিলেন মেটালের বড় দুল। স্বাভাবিকভাবেই এই উজ্জ্বল শাড়িতে মোহময়ী লাগছিল অভিনেত্রীকে।

ঐতিহ্যময়ী সাজে এক অন্য মাত্রা এনে দিয়েছে শুভশ্রীর এই সাদা শাড়ি। নেটের এই সাদা শাড়িটি তার জুড়ে ছিল অসংখ্য সুন্দর কাজ করা। এর সাথে গলায় সাদা চোকার পরেছিলেন অভিনেত্রী। ছিল ফুল স্লিভ নেটের ব্লাউজ।

এই পোশাকের শাড়ি পরেও অভিনেত্রী একেবারেই মডার্ন লুক নিয়ে হাজির হয়েছে। তাকে দেখা গেছে একটি লাইট ব্রাউন রংয়ের সাটিনের শাড়ি এবং স্লিপলেস ব্লাউজ পরতে।

এই সাজে রাজকীয় ঐশ্বর্য কথাটাই সব থেকে মানানসই। লাল রঙের সিল্কের শাড়ি তার ওপর সোনালী রঙের কাজ করা। ব্লাউজেও রয়েছে সোনালী আভা। সবমিলিয়ে একেবারে অনবদ্য।

শাড়িতেই নারী! কালো রঙের এই মর্ডান শাড়িতে এমনটাই প্রমাণ করেছেন অভিনেত্রী এর সাথে পরেছেন গর্জেস কাজ করা কালো রঙের একটি ব্লাউজ। স্বাভাবিকভাবেই এই সাজে তাকে অত্যন্ত গ্ল্যামারাস লাগছিল।

নতুন ফটোশুটে ধরা দিলেন শুভশ্রী, মাতৃত্বকালীন আভায় আরো সুন্দরী টলিউড ডিভা

এই সাজেও অভিনেত্রীকে একেবারে জাঁকজমকপূর্ণ হিসেবে দেখা গেছে। তার পরনে ছিল একটি সবুজ সিল্কের শাড়ি, যাতে অসংখ্য সোনালী কাজ করা আর সাথে গর্জিয়াস সবুজ ব্লাউজ।

শাড়ি চুড়িদার বাদেও সবুজ গাউনে সকলকে মুগ্ধ করেছেন অভিনেত্রী। এক রঙের সবুজ গাউন, তার সাথে নেটের ওড়না। বর্ডার জুড়ে রয়েছে সোনালি কাজ। এই পোশাকে তাকে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ লাগছিল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles