Best Business Idea: গরমকালে শুরু করুন বরফ দিয়ে এই ব্যবসা, লাভ হবে লক্ষাধিক টাকা
অতি স্বল্প পরিশ্রমে আপনি লাভ করতে পারবেন প্রচুর টাকা

Business Idea : বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেই কিছু না কিছু কাজের চেষ্টা করছে। ছোটখাটো কাজ করেও যে কেউ স্বাবলম্বী হতে চাইছে। এক্ষেত্রে গরমকালে কিন্তু গরমের দিনের মতো নেই কিছু ব্যবসা, আপনাকে দেখাতে পারে লাভের মুখ।
Which type of Business
গরমকালে বরাবরই সাধারণ মানুষকে শান্তি যোগায় ঠান্ডা বিভিন্ন পানীয়। এই তালিকায় রয়েছে বিভিন্ন বরফ যুক্ত ঠান্ডা ফলমূলের শরবত, লস্যি, ঠান্ডা জল, বাটার মিল্ক। এই সবই মানুষ অধিক পছন্দ করে। তাই এই বরফই আপনাকে লাভের মুখ দেখাবে, তা বলা বাহুল্য। এই গরমেই শুরু করুন আইস কিউবের (Ice Cube) ব্যবসা। যার জন্য অতি স্বল্প পরিশ্রমে আপনি লাভ করতে পারবেন প্রচুর টাকা।
How to start the business
- ১ প্রথমে প্রশাসনিক অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ব্যবসার।
- দরকার লাগবে একটি ফ্রিজ, পরিশ্রুত জলের পরিষেবা এবং ভালো বিদ্যুৎ পরিষেবা।
- এছাড়া ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসক্রিমের দোকান, বিভিন্ন ফলের দোকান, রেস্তোরাঁ, জুসের দোকান, হোটেলের মালিক এদের সাথে কথাবার্তা বলতে হবে।
How much money can be earned?
এই জাতীয় বরফের কিউবের ব্যবসায় থেকে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা উপার্জন করা সম্ভব। এর জন্য অবশ্যই আপনাকে লাখ টাকা বিনিয়োগ করতে হবে। তবে যদি কোন অনুষ্ঠানের মরসুম থাকে; যেমন, ধরা যাক বিয়ে, অন্নপ্রাশন প্রভৃতি সেক্ষেত্রে প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন হতে পারে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি