Swastika Dutta: এবার স্বস্তিকার বিপরীতে বলিউড নায়ক! অভিনেত্রী নিজেই ঘোষণা করলেন তাঁর আসন্ন সিনেমার
এইবার বড়পর্দায় অভিনেত্রী স্বস্তিকা দত্ত জুটি বাঁধছেন এক বলিউড অভিনেতার সঙ্গে।

Swastika Dutta: টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলার (Zee Bangla) বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয় ইতিমধ্যে বড়পর্দা ও ওয়েবসিরিজেও কাজ করেছেন তিনি। হইচইয়ের (Hoichoi) বেশ কয়েকটি ওয়েব সিরিজে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দিয়েছে। শেষ জি বাংলার (Zee Bangla) ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে দেখা মিলেছে তাঁর। তবে প্রথম থেকেই টিআরপি তালিকায় আশানুরূপ ফলাফল করতে পারেনি এই ধারাবাহিক। এরপর আবারও ওয়েবসিরিজ ও সিনেমার কাজে মন দিয়েছেন তিনি। এরই মধ্যে একটি ওয়েবসিরিজের শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। এর পাশাপাশি আবারও বড় পর্দায় কাজের অফার পেয়েছেন অভিনেত্রী।
Tolly Actress Swastika Dutta
এইবার বড়পর্দায় অভিনেত্রী স্বস্তিকা দত্ত জুটি বাঁধছেন এক বলিউড অভিনেতার সঙ্গে। কাজ নিয়ে বেশ উত্তেজিত নায়িকা। তবে তার ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন টলি নায়কদের ছেড়ে কোন বলি তারকার সঙ্গে জুটি বাঁধলেন ছোটো পর্দার ঝিলমিল?
Actress Swastika Dutta’s New Film
জানা গিয়েছে, খুব শীঘ্রই আসছে পরিচালক প্রমিত ডি গুপ্তর নতুন ছবি ‘চালচিত্র’। এই ছবিতেই অভিনয় করতে চলেছেন টলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড (Bollywood) অভিনেতা এবং গাঙ্গুবাই (Gangubai) খ্যাত শান্তনু মহেশ্বরীর (Shantanu Maheshwari) সঙ্গে। আজ থেকেই শুভারম্ভ হল এই নতুন সিনেমার শুটিংয়ের কাজ। নতুন সিনেমায় কাজ সম্পর্কে অভিনেত্রী এক বিশ্বস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘চালচিত্র’ ছবিতে শান্তনুর বিপরীতে দেখা যাবে তাঁকে ।
‘আমি অন্তঃসত্ত্বা’, বিয়ের আগেই মা হতে চলেছেন ঋতাভরী! অভিনেত্রীর পোস্ট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়
ছোটবেলায় অভিনেতার বিভিন্ন সিরিয়াল দেখতেন তিনি। তাই শান্তনুর সঙ্গে কাজ করার জন্য খুবই এক্সাইটেড অভিনেত্রী।প্রসঙ্গত উল্লেখ্য, এই সিনেমায় শান্তনু ও স্বস্তিকা ছাড়াও দেখা যাবে টলি অভিনেতা টোটা রায়চৌধুরীকে (Tota Roy Chowdhury)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি