Swastika Ghosh: ‘চাহু ম্যায় ইয়া না’, জনস্রোত ভরা মঞ্চে অসাধারণ গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলো পর্দার দীপা, রইল ভাইরাল ভিডিও
অভিনয়ের পাশাপাশি তার গানের গলায় মুগ্ধ হয়েছেন সকলেই।

Swastika Ghosh Viral Video: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chowwa)’। প্রথম দিন থেকেই এই সিরিয়াল দর্শকদের মন জয় করেছিল। আবারও বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক। বর্তমানে গল্প মোড় নিয়েছে অন্যদিকে এবং বলা বাহুল্য দর্শকের মনের ইচ্ছা পূরণ হয়েছে। এতদিনে সূর্য নিজের ভুল বুঝতে পেরে কাছে টেনে নিয়েছে দীপাকে। সোনা ও রুপা যে তারই সন্তান তা ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পেরেছে সূর্য। এরপরই দীপাকে আবারও কাছে পেতে মরিয়া হয়ে উঠেছে সূর্য। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে দীপা ও সমস্ত মান-অভিমান বলে আপন করে নিয়েছে তার প্রাণের ডাক্তারবাবুকে।
Swastika Ghosh
এই ধারাবাহিকে দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পান তিনি। প্রথম থেকেই দীপার অভিনয় মন কেড়েছে দর্শকদের। মাত্র এক বছরের মধ্যেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে দীপা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী মাঝেমধ্যেই নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন তাঁর অনুগামীদের সঙ্গে।
Swastika Ghosh Viral Video
এই অল্প সময়ের মধ্যে তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম হয়নি। জনপ্রিয় হওয়ার কারণে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ডাক পড়ে তার এবং সেইসব অনুষ্ঠানে উপস্থিতও হন অভিনেত্রী। এমনকি দর্শকদের মন রাখতে সেইসব অনুষ্ঠানে গানও গাইতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি এরকমই এক অনুষ্ঠানে তার গাওয়া একটি গান ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তার ভক্তদের অনুরোধে মঞ্চে মাইক হাতে বলিউডের বিখ্যাত সিনেমা আশিকি 2-এর ‘চাহু মে অ্যায়া না (Chahun Main Ya Naa)’ গানটি পরিবেশন করছেন স্বস্তিকা। এর আগেও তাঁর গাওয়া একটি গান ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আরও একবার এই গানটির মাধ্যমে দর্শকদের মন জিতে নিলেন তিনি।
Netizen’s Reaction
ইতিমধ্যে ভাইরাল (Viral) এই ভিডিওটির ভিউস সংখ্যা প্রায় ২ লাখ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভিডিওটিকে লাইকও করেছেন বহু মানুষ। অভিনয়ের পাশাপাশি তার গানের গলায় মুগ্ধ হয়েছেন সকলেই। ভিডিওটির কমেন্ট সেকশন ভরে উঠেছে তার অনুগামীদের প্রশংসায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি