Swastika Mukherjee: বাথরুমে গিয়েও প্রস্রাব করতে পারলেন না অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী!
সম্প্রতি উত্তরবঙ্গের বিখ্যাত টুরিস্ট ট্রেনে সফর করেছেন স্বস্তিকা আর এই ট্রেনের ব্যবস্থাপনা দেখে কার্যত অবাক অভিনেত্রী।

Swastika Mukherjee: ভারতের মতো দেশেও এত পরিষ্কার ট্রেন হতে পারে! যা দেখে কার্যত মাথায় হাত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। সম্প্রতি ট্রেন সফরের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করলেন তিনি। জানিয়েছেন ট্রেনে উঠে প্রস্রাব করতে পারেননি অভিনেত্রী। এমন মুহূর্তের সাক্ষী হওয়ার পাশাপাশি নেটিজেনদের সঙ্গেও তিনি ভাগ করে নিতে ভোলেননি সবকিছু। সম্প্রতি উত্তরবঙ্গের বিখ্যাত টুরিস্ট ট্রেনে সফর করেছেন স্বস্তিকা (Swastika Mukherjee) আর এই ট্রেনের ব্যবস্থাপনা দেখে কার্যত অবাক অভিনেত্রী।
Swastika Mukherjee Tweet about Vista Dome Train
দেশের অন্যান্য ট্রেনের সাথে ভিস্তা ডোমের এক প্রকার তুলনা করেই, এই প্রকার ব্যাঙ্গাত্মক পোস্ট করেছেন তিনি। টুইটারের পাতায় লিখেছেন, “ভিস্তা ডোম ট্রেনের টয়লেটগুলি এত পরিষ্কার এত পরিষ্কার যা অবিশ্বাস্য! বসার আসনে রয়েছে সেন্সর, যা ঘোরানো যায়। এছাড়া আসনগুলি সব সময় শুকনো থাকে। মেঝেও সর্বদা শুকনোই থাকে। জোটগুলির অবস্থাও খুব ভালো। সাবান ডিসপেনসারগুলোও খুব ভালোভাবে কাজ করছে। টয়লেটে খুব ভালো গন্ধও রয়েছে। এসব দেখে আমি এতটাই অবাক হয়ে গেছি যে, প্রস্রাবও করতে পারিনি!”
Netizen’s Reactions
Toilets of Vista Dome train are so clean, SO CLEAN, it’s unbelievable. Seats have the sensor thing which rotates and you get dry seat everytime. Jets in perfect condition, floor is dry, basin is clean, soap dispensers working, space smells good. I was so shocked couldn’t pee 😂
— Swastika Mukherjee (@swastika24) August 17, 2023
অভিনেত্রীর উত্তরবঙ্গ সফরের পাতা থেকেই ভিস্তা ডোমের এই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই তার এই টুইটটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। টুইটারে অনেকেই নিজেদের মতো করে কমেন্ট করেছে।
একজন মজার ছলে বলেছেন, “বাথরুমের মগ চেইন দিয়ে বাঁধা নেই, বোঝাই যাচ্ছে”। এই কমেন্ট দেখে অভিনেত্রীর মুখেও হাসি ফুটেছে। এর পাশাপাশি আরও বিভিন্ন মন্তব্য এসে জমা হয়েছে ওই পোস্টের কমেন্ট বক্সে।
কার্যত অভিনয় জীবন থেকে ছুটি নিয়ে কিছুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে বেরিয়েছিলেন অভিনেত্রী। যদিও তিনি কী জন্য সেখানে গিয়েছিলেন, তা স্পষ্ট নয় কারোর কাছে। এছাড়া শৈশবের স্মৃতিও তিনি মেলে ধরেছেন এই ট্রেন জার্নির মাধ্যমে। টুইটারে পোস্ট করেছেন নিজের বেশ কিছু ফটো, সঙ্গে লিখেছেন, “কু-উ-উ-উ ঝিকঝিক, ট্রেনে উঠলেই কেমন ছোটবেলাটা মনে পড়ে যায়”।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি