Swastika Mukherjee: ৪০ বছরে আমার স্তন….তোয়ালে জড়িয়ে ছবি দিতেই কটাক্ষের শিকার স্বস্তিকা মুখার্জি!
সোশ্যাল মিডিয়ার পাতায় কটাক্ষের আরেক নাম 'স্বস্তিকা মুখার্জী' (Swastika Mukherjee)।

Swastika Mukherjee: সোশ্যাল মিডিয়ার পাতায় কটাক্ষের আরেক নাম ‘স্বস্তিকা মুখার্জী’ (Swastika Mukherjee)। সর্বদা অকপট অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খাপ খুলতে পছন্দ করেন না। স্বাধীনচেতা মনোভাবের জন্য বারংবার ট্রোলের শিকার হন তিনি আর এবারও ঠিক এমনটাই হলো। হোটেল রুমে তোয়ালে পরে উন্মুক্ত বক্ষ যুগল দেখিয়ে রীতিমতো ভাইরাল হয়ে উঠলেন স্বস্তিকা। হোটেলের রুম থেকে শুরু করে বাথরুম সর্বত্রই রীতিমতো অর্ধনগ্ন অবস্থায় ছবি দিলেন অভিনেত্রী। যার ফলে তাকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
Swastika Mukherjee’s Instagram Post
সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। ওয়েব সিরিজটিতে বহুল প্রশংসিত হয়েছে তার অভিনয়। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক কটাক্ষে শিকার হলেন তিনি। সম্প্রতি তাঁরই পোস্ট করা এই ছবিগুলিতে দেখা গেছে, হোটেল রুমে গায়ে একটি সাদা তোয়ালে জড়িয়ে একাধিক সেলফি তুলেছেন অভিনেত্রী। মুখে কোনো রকম মেকআপ ছিল না। কাঁধের কাছে ব্রায়ের স্ট্র্যাপের দাগ ছিল স্পষ্ট। এর মধ্যে তাঁর বক্ষযুগল ছিল উন্মুক্ত।
ছবিগুলির সাথে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, “৪০ বছরে আমার স্তনটি যেমন হওয়ার কথা, তেমনি রয়েছে। দাগগুলোও ঠিক একই রকম লাগছে (যারা ১২ ঘণ্টার বেশি সময় ধরে ব্রা পরে থাকে তারা জানে, এই দাগগুলো হৃদয় ভাঙ্গার থেকেও বেশী কষ্টকর)।” তিনি আরো লিখেছেন, “আমার এইসব ‘মেচেতা’ নিয়েই আমি বেশ খুশি আছি। এগুলো কোনো চর্ম রোগে নয়। এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এছাড়া আমার একটি ছোট্ট ঝুটিও হয়েছে। ১৫ বছর পর চুল বড় করছি, ভালো লাগছে”।
বাথরুমে গিয়েও প্রস্রাব করতে পারলেন না অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী!
Netizen’s Reactions
কমেন্ট বক্সে কার্যত নেতিবাচক কমেন্টের ঝড় বয়ে গেছে। কেউ মন্তব্য করেছে তাঁর ‘স্তন’ নিয়ে। কেউবা মন্তব্য করেছে তাঁর গায়ে ‘ত্বকের দাগ’ নিয়ে। কেউ বলেছে, ‘বাথরুমে তোয়ালে পরে সে কি দেখাতে চাইছে এভাবে’? কেউ কেউ তো জানিয়েই দিয়েছে, ‘এভাবে ছবি দেওয়া ঠিক নয়’! এই সবকিছুর উত্তর দেওয়ার পাশাপাশি ইনস্টাগ্রামের পাতাতেও নিজের ক্ষোভ তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘
“ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটি ছবি পোস্ট করেছিলাম। সোশ্যাল/ নীতি পুলিশদের কথা বাদ দিলাম, আমি এদেরকে সারা জীবনই সামলাই। তবে ৯০% যা মন্তব্য করেছে, তা মৌখিক ধর্ষণে সমান। আমরা নরকে বসবাস করি!”
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি