খবর

Tajmahal: যমুনার জলে ভাসছে তাজমহল! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল জগৎবিখ্যাত সৌধের ভাসমান ছবি

ভাসছে জগৎবিখ্যাত সৌধের সামনের অংশ। সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে

Advertisements

Yamuna Water Reaches Tajmahal: ক্রমাগত বৃষ্টির জেরে জলমগ্ন রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা। ফুলে ফেঁপে উঠছে যমুনার জল। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন ঐতিহাসিকবিদরা। আসলে যমুনার জল বেড়ে গিয়ে তা পৌঁছে গিয়েছে তাজমহলের গোড়ায় (Yamuna Water Reaches Tajmahal)। জল থই থই তাজমহল চত্বর। ভাসছে জগৎবিখ্যাত সৌধের সামনের অংশ। সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে (Social Media)।

45 বছরে এই প্রথমবার। যমুনার জল এতটাই বেড়ে গেছে যে তাজমহলের পেছনের বাগান সম্পূর্ণ ডুবে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সাধারণত 495 ফুট থাকে যমুনার জল তবে বর্তমানে তা বইছে বিপদসীমার উপর দিয়ে। সূত্রের খবর, যমুনার জল বেড়ে 497.9 ফুট পর্যন্ত পৌঁছে গিয়েছে ফলে জলমগ্ন তাজমহল চত্বর। বলাই যায়, যমুনা নদীর জল দিল্লি পেরিয়ে প্রবেশ করেছে আগ্রাতে। তবে কেবলমাত্র তাজমহল নয় ভেসে গিয়েছে দশেরা ঘাট। এছাড়াও ঈদমাত উদ দৌলার সমাধিস্থলও জলে ভাসছে।

Advertisements

Yamuna Water Reaches Tajmahal:

Yamuna Water Reaches Tajmahal

তাজমহলের এহনো (Yamuna Water Reaches Tajmahal) পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ঐতিহাসিকবিদরা। পরিস্থিতি খতিয়ে দেখেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। তাঁরা জানাচ্ছেন, এখনো পর্যন্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই। আসলে তাজমহলের বেসমেন্ট পর্যন্ত প্রবেশ করেনি জল তবে যমুনার জল বাড়লে হতে পারে সমস্যা।

Advertisements

হিমাচল ট্যুরিস্ট হটস্পটে প্রচণ্ড বন্যার তোরে ভেসে যাচ্ছে গাড়ি, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও

Yamuna Water Reaches Tajmahal

উল্লেখ্য, 1978 সালে যমুনার জল পৌঁছে গিয়েছিল 508 ফুট। আর সে কারণে জলে ডুবে গিয়েছিল তাজমহলের বাসাই ঘাট বুর্জ। এছাড়াও সৌধের বেসমেন্টের মোট 22 ঘরে ঢুকে গিয়েছিল জল। এবারও কী তবে হতে চলেছে একই পরিস্থিতি? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনো অজানা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles