খবর

Tanah Lot Temple: আরব সাগরের মাঝে রহস্যময় মন্দির! যেখানে কয়েকশো বছর ধরে নিরাপত্তা দিচ্ছে বিষাক্ত সাপ

হাজার হাজার সমুদ্রের জোয়ার সামলেও একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি।

Advertisements

Tanah Lot Temple: ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মন্দিরের কোন অভাব নেই আর এই মন্দিরগুলি কখনোই ফাঁকা থাকে না। বছরের প্রতিটি দিনেই দর্শনার্থীদের ভিড় জমে বহু মন্দিরে। ঠিক এরকমভাবে হিন্দুরাষ্ট্র ছাড়াও মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও রয়েছে মন্দির। আরব সাগরের (Arab Ocean) একবারে উপকূলে অবস্থিত মন্দিরটি। হাজার হাজার সমুদ্রের জোয়ার সামলেও একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। যার ফলে এর জনপ্রিয়তাও কিছু কম না।

Tanah Lot Temple in Indonesia

Tanah Lot Temple

  • কোথায় অবস্থিত এই বিশেষ মন্দির?

ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত তানাহ লট নামের এই মন্দিরটি। একেবারে সমুদ্রের উপকূলে এই মন্দিরের অবস্থান। সেই কারণেই ‘তানহা লট’ নাম দেওয়া হয়েছে এই মন্দিরের, যার অর্থ হলো ‘সমুদ্রের ভূমি’। এই মন্দির ছাড়াও বালার সমুদ্র উপকূলে আরও ৬টি মন্দির রয়েছে, যেগুলি বিভিন্নভাবে জনপ্রিয় পর্যটকদের জন্য। জাপান সরকার একসময় ইন্দোনেশিয়ার সরকারকে এই মন্দির বাঁচানোর জন্য সাহায্য করেছিল। প্রায় এক তৃতীয়াংশ কৃত্রিম শিলা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এই মন্দিরের সমগ্র অংশ।

Advertisements
  • Venomous Snakes Gives Security

Tanah Lot Temple

মন্দিরের নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন করা রয়েছে বিষাক্ত সাপ এই তানহা লট মন্দিরটি ১৫ শতকে একজন পুরোহিত দ্বারা নির্মাণ করা হয়েছিল। শোনা যায়, তিনি নাকি এই সমুদ্র-সৈকতে হাঁটতে হাঁটতেই এই জায়গাটিতে পৌঁছেছিলেন। এরপরে এই জায়গাটির প্রাকৃতিক শোভা এতই তার পছন্দ হয়ে যায়, ওই স্থানে তিনি সমুদ্র দেবতার মন্দির তৈরি করবে বলে ঠিক করেন এবং জেলেদের তার কাজে সাহায্য করতে বলেন।

আমাদের দেশেই রয়েছে কালো তাজমহল, কোথায় জানেন?

Tanah Lot Temple

এমনকি শোনা যায়, এই মন্দির রক্ষা করার দায়িত্বে রয়েছে এক বিষাক্ত সাপ! কোনও খারাপ বা অসৎ ব্যক্তি যাতে এই মন্দিরটি কোনরকম ভাবে ক্ষতি করতে না পারে, সেই কারণেই পুরোহিত সামুদ্রিক সাপকে মোতায়ন করে রেখেছিলেন এই মন্দিরের সুরক্ষার জন্য। ওই পুরোহিতের বিশেষ শক্তি দিয়েই তৈরি হয়েছিল সেই সাপ।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles