Tarapith: ১ টাকায় ভ্রমন করুন তারাপীঠ, কৌশিকী আমাবস্যায় মা তারার দর্শন করুন! জেনে নিন বিস্তারিত
রামপুরহাটে (Rampurhat) অবস্থিত তারাপীঠে মা তারার মন্দির।

Tarapith: মা কালীর অন্যতম পীঠস্থান তারাপীঠের মন্দির (Tarapith Temple)। পশ্চিমবঙ্গের রামপুরহাটে (Rampurhat) অবস্থিত তারাপীঠে মা তারার মন্দির। যেখানে রোজ লাখ লাখ ভক্তের সমাগম ঘটে। প্রত্যেকেই নিজের চোখে মা তারাকে একবার দেখার জন্য ছুটে যায়। তবে এর জন্য যাতায়াত খরচও কিছু কম হয় না। তবে আজকে জানা যাবে, কিভাবে ১ টাকায় যাওয়া যাবে তারাপীঠে মা কালীর দর্শন করতে।
Tarapith Temple
রামপুরহাট যাওয়ার জন্য সাধারণত ট্রেনে করেই পৌঁছাতে হয় সেখানে। এরপর টোটো অটোর দ্বারা পৌঁছে যেতে হয় মা তারার মন্দিরে, যা তারাপীঠ মন্দির নামে পরিচিত। এই মন্দিরে মায়ের দর্শন ছাড়াও শ্মশানে রয়েছে বিশেষ মাহাত্ম্য। অনেকে রাত্রিযাপনও করে মন্দিরের আশেপাশের হোটেলে। তবে এবার ১ টাকায় পৌঁছানো যাবে তারাপীঠ কিভাবে জেনে নিন ।
কিভাবে ১ টাকায় তারাপীঠ ভ্রমণ করবেন?
দুর্গাপুরের এক রাজনৈতিক নেতা জানিয়েছেন, ১ টাকায় তারাপীঠ ভ্রমণ করা যাবে আর সেটি ওই নেতার উদ্যোগে শুরু হওয়া কোন সাঁই বাবা ট্রাস্টের উদ্যোগেই সম্ভব। ওই ট্রাস্টের পক্ষ থেকে তারাপীঠ দর্শনের জন্য টুরিস্ট বাস ছাড়া হবে। ইতিমধ্যেই শনিবার দুর্গাপুরের চন্ডীদাস এলাকা থেকে মোট ৪০০ জন ভক্তকে নিয়ে ৪ টি বাস রওনা দিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে। তাও আবার ১ টাকার বিনিময়ে।
এছাড়াও ওই নেতা বলেছেন, গত বছরেও নাকি তিনি এই ১ টাকার বিনিময়ে তারকেশ্বর ভ্রমণ করিয়েছেন ভক্তদের। আগামী বছরেও বিভিন্ন তীর্থ স্থানে তিনি ১ টাকার বিনিময়ে ভক্তদের নিয়ে যাবেন।
ভারতের এই রহস্যময় শিব মন্দিরে মৃত মানুষও হয়ে ওঠে জীবিত! জানুন অজানা রহস্য
ওই বিধায়ককে সাধুবাদ জানান দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তিনি সকলের শুভযাত্রার জন্য কামনাও করেনা। তিনিও ওই ট্রাস্টের সাথেই থাকেন সবসময়। ভক্তরা যাতে মায়ের স্থানে গিয়ে ভালো থাকেন, সে কথাও তিনি কামনা করেছেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি