টেকনোলজি

Apple কে টেক্কা দিয়ে সস্তায় iPhone 15 এবং iPhone 15 Plus তৈরি করবে Tata

আপাতত iPhone 15 এবং iPhone 15 plus এই দুটি মডেলের জন্য অর্ডার নেওয়া হয়েছে, যা চলতি বছরে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেই ভারতীয় বাজারে চলে আসবে

Advertisement
Advertisements

Tata To Make iPhone: অ্যান্ড্রয়েড ফোনকে ছাপিয়ে নিত্যদিন বেড়ে চলেছে আইফোনের ব্যবহার। বর্তমান প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম; সকলের হাতে হাতেই দেখা যাবে iphone-এর নানান সিরিজ। এবার এই বিখ্যাত কোম্পানির ফোন ভারতের টাটা TATA তৈরি করতে চলেছে, তাও আবার অতি সস্তায়। আপাতত iPhone 15 এবং iPhone 15 plus এই দুটি মডেলের জন্য অর্ডার নেওয়া হয়েছে, যা চলতি বছরে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেই ভারতীয় বাজারে চলে আসবে।

TATA iPhone 15 এবং iPhone 15 plus এর ফিচারস:

TATA to make iphone

এক্ষেত্রে অ্যাপেলেরর নতুন ডিজাইনের দিকেও বিশেষ মনোনিবেশ করবে এই টাটা সংস্থা। iphone 15 এবং iPhone 15 plus এই দুটি ফোনেই টাইপ সি চার্জার দেওয়া হবে। এর সাথে কমন চার্জিং, ডেটা ট্রান্সফারিং ইত্যাদিও থাকবে। এর পাশাপাশি আপেলের চার্জিং পোর্ট দেওয়া হবে। যদিও এই চার্জিং পোর্টের একাধিকবার পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয় ফ্রন্ট ক্যামেরা, স্ট্যাটিক নচ এবং ফেস আইডি সেন্সর এগুলিও আর দেওয়া হবে না। এর পরিবর্তে থাকবে ডায়নামিক আইল্যান্ড। যদিও এই ডায়নামিক টাচের জন্যই ফ্রন্ট ডিসপ্লের একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল।

বাজার গরম করবে TATA এর এই ফোন:

TATA to make iphone

রিসার্চ ফার্মের তরফ থেকে জানানো হয়েছে, এই আইফোনে টাটা নিজেদের প্রবেশ করানোর জন্য, তাইওয়ানের উইস্ট্রন রীতিমতো দেশ থেকে বিতাড়িত হবে। এর পাশাপাশি জানা গেছে, অ্যাপেল এখনো উইস্ট্রনের সাথে একইভাবে চুক্তিবদ্ধ থাকবে।

TATA to make iphone

আইফোনের সবথেকে বড় ফ্যাক্টরিতে রয়েছে চীনের ঝেংঝু-এ। অনেকদিন ধরেই এই ফ্যাক্টরিটির স্থানান্তর হওয়ার কথা চলছিল। সম্প্রতি জানা গেছে, করোনাকালীন পরিস্থিতিতে অ্যাপেলের ট্রান্সপোর্টে অনেক সমস্যা দেখা দিয়েছিল। তাই তারা ঠিক করেছে ভারতে তাদের ফ্যাক্টরি তৈরি করতে পারে ইতিমধ্যেই মুম্বাই এবং দিল্লিতে অ্যাপেলের ফিজিক্যাল রিটেল আউটলেট খুলে ফেলেছে। এমনকি সেই উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অ্যাপেল সিইউও পর্যন্ত। এছাড়া ভারতে সাথে আরো কিছু পরিকল্পনার জন্য তারা প্রধানমন্ত্রীর সাথে কথাও বলেছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে