খবর

Tatkal Ticket পাবেন একেবারে কনফার্ম, মেনে চলুন Indian Railway-এর এই ৫ টি টিপস্

অনেক সময় অনেক দিন আগে টিকিট কাটতে হয়। তাতেও কনফার্ম টিকিট জোটেনা, এক্ষেত্রে ভরসা করতে হয় তৎকাল টিকিটের উপরে।

Advertisements

কীভাবে পাবেন Tatkal Ticket একেবারে কনফার্ম, রইল Indian Railway-র বিশেষ কিছু টোটকা

Tatkal Ticket: বাঙালি বরাবরই ঘুরতে ভীষণ ভালোবাসে। হঠাৎ এদিক-ওদিক পেরিয়ে যেতে না ভেবেই বেড়িয়ে যেতে পছন্দ করে। তবে এক্ষেত্রে কিন্তু যাতায়াতটা হয়ে দাঁড়ায় অন্তরাল! কারণ দূরে কোথাও গেলে তার জন্য বেশ কিছু মাস আগেই টিকিট কেটে রাখতে হয়। অনেক সময় অনেক দিন আগে টিকিট কাটতে হয়। তাতেও কনফার্ম টিকিট জোটেনা, এক্ষেত্রে ভরসা করতে হয় তৎকাল টিকিটের উপরে। তবে আদেও তৎকালীন কনফার্ম টিকিট মিলবে কিনা, সে ব্যাপারেও কোনো নিশ্চয়তা থাকে না ।

Tatkal ticket

তৎকাল টিকিট সর্বদাই জার্নি করার আগের দিন কাটতে হয়। এক্ষেত্রে এসি কামরার জন্য সকাল ১০ টা থেকে টিকিট কাটা (Tatkal Ticket) শুরু হয়ে যায়। টিকিট কাটতে হবে আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ থেকেই। আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়েও যে কেউ টিকিট কাটতে পারে। তবে অ্যাপেই সমস্ত নথিপত্র দিয়ে টিকিট কাটাটাই সবথেকে সুবিধা এবং নির্ভরযোগ্য।

Tatkal ticket

How To Confirm Tatkal Ticket

তৎকালে যাত্রা করতে চাইলে প্রথমে সেকেন্ড এসির (2A) জন্য চেষ্টা করা উচিত। এতে টিকিট পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় ট্রেনের কামরা কম থাকায়, সেকেন্ড সিটে বুকিং করলে খুব সম্ভাবনা থাকে থার্ড এসিতে (3A) পেয়ে যাওয়ার।

Tatkal ticket

এছাড়া আইআরসিটিসি অ্যাপেই নিজের যাবতীয় তথ্য দেওয়ার পাশাপাশি, টাকা দেওয়ার ব্যাপারেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কার্ড দিয়ে টিকিট কাটতে গেলে অনেক সময় দীর্ঘ সময় লেগে যায়। সে ক্ষেত্রে নেট ব্যাঙ্কিং করাই সবথেকে নির্ভরযোগ্য এবং ভালো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles