ট্রেন্ডিং

Test Visual Acuity: ‘235Z’-এর ভিড়ে খুঁজে বের করুন সম্পূর্ণ আলাদা সংখ্যাটিকে, সময় মাত্র ১৫ সেকেন্ড

নিজের চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করতে সামাজিক মাধ্যমেই যে কেউ পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন।

Advertisements

Visual Acuity Test: সারাদিন ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখতে রাখতে মানসিক ক্লান্তির পাশাপাশি শারীরিক ক্লান্তির শিকার প্রতিটি মানুষ। এই সকল মানুষ অপটিক্যাল ইলিউশন টেস্টে চোখ রাখতে পারেন। বর্তমানে কর্পোরেট যুগে সারাদিন কাজের চাপে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তাই সারাদিন পর নিজেদের ক্লান্তি থেকে মুক্তি দিতে বেশিরভাগ মানুষই সামাজিক মাধ্যমের আশ্রয় নেয়।

Test Visual Acuity

Visual Acuity

Advertisements

সাম্প্রতিক সময়ে নিজেদের ক্লান্তি দূর করতে সামাজিক মাধ্যমের থেকে সহজ উপায় কিছু নেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া খুঁটিনাটি ঘটনা থেকে শুরু করে বিনোদন সবই হাতের মুঠোয়। তাই নিজের চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করতে সামাজিক মাধ্যমেই যে কেউ পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন।

If you have Hawk Eyes Find the Number 2352

Visual Acuity

Advertisements

অপটিক্যাল ইলিউশন সাধারণত মনঃসংযোগ বৃদ্ধি করে। একই সঙ্গে চোখের ক্লান্তি দূর করে। এই খেলায় মূলত ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করতে পারেন। প্রথমে একটি ছবি দেওয়া হবে। সেখানে একই রকমের অসংখ্য সংখ্যা থাকবে আর সেখান থেকেই খুঁজে বের করতে হবে আলাদা সংখ্যাটিকে। তবে খেয়াল রাখতে হবে, হাতে কিন্তু সময় মাত্র ১৫ সেকেন্ড।

If you have Hawk Eyes Find the Number 2352 in 15 Secs

আপনি কি প্রস্তুত! চলুন তাহলে শুরু করা যাক। দেখুন ছবিটিতে রয়েছে অসংখ্য 235Z সংখ্যাটি। সেখান থেকেই খুঁজে বের করতে হবে একটি ভিন্ন সংখ্যা।

সময় শুরু এখন। ভালো করে লক্ষ্য করলে, নিশ্চই খুঁজে পাওয়া যাবে।

মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে।

‘E’-এর মাঝে খুঁজুন ইংরেজি অক্ষর ‘B’, সময় মাত্র ১৫ সেকেন্ড

Solution

Visual Acuity

আপনার সময় শেষ। হতাশ হওয়ার কোনো কারণ নেই। ছবিটিতে ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে, চার নম্বর লাইনের নিচের দিক থেকে চার নম্বর সংখ্যাটি হলো ‘2352’, যা পুরোপুরি ভিন্ন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles