Titiksha Das: গাঙ্গুলি বাড়ির বৌমার একী অবস্থা! বোল্ড লুকে পুরুষ ভক্তদের ঘুম কাড়ল নীলের বউ মেঘ, ভাইরাল ভিডিও
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ফটোশুটের একটি ভিডিওটি আপলোড করেছেন মেঘ এ

Titiksha Das: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)। নীল, ময়ূরী ও মেঘের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিকটি। আপাতত দর্শকদের একের পর এক জমজমাট পর্ব উপহার দিচ্ছেন নির্মাতারা। যার কারণে টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। এর পাশাপাশি গল্পের নায়িকা মেঘের চরিত্রটি আলাদা ভাবে মন জিতে নিয়েছে দর্শকদের। মেঘের প্রতিবাদী চরিত্র দাগ কেটেছে দর্শক মনে। যে মেয়ে সব কিছু মুখ বুঝে সহ্য করে নিত চরিত্রহীনের তকমা দিতেই সেই মেয়ে গর্জে উঠেছে। মেঘের চরিত্রের পরিবর্তন আলাদাভাবে নজর কেড়েছে সকলের।
Icche Putul
নিয়মিত দর্শকরা সকলেই জানেন রুপ ও ময়ূরীর চক্রান্তে চরিত্রহীনার তকমা নিয়েই গাঙ্গুলী বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে মেঘ। গান ও লেখাপড়াকে সঙ্গী করে নতুন ভাবে নিজের জীবন শুরু করেছে সে। প্রতিবারের মতো তাকে আবারও ভুল বুঝেছে নীল। সেও ঠিক করেছে আর সংসার সে করবে না নীলের সঙ্গে। নীলের কপালে মেরুদন্ডহীন নায়কের তকমা জুটতেই গল্পে এন্ট্রি হয়েছে নয়া নায়ক জিষ্ণুর। এক প্রকার মেঘের ছায়াসঙ্গী হয়ে উঠেছে সে। জিষ্ণুর সঙ্গে মেঘের এই সখ্যতা কুনজরে দেখে নীল। তবে মেঘ ও জিষ্ণুর বন্ধুত্ব কোন দিকে মোড় নেবে সেই নিয়েও বিশেষ আগ্রহী দর্শক।
Titiksha Das viral video
এরই মাঝে একটি ভিডিওতে নয়া রূপে ধরা দিয়েছে মেঘ। জীবনে নতুন নায়কের আগমন ঘটতেই নিজেকে পোশাক সম্পূর্ণ বদলে ফেলেছেন অভিনেত্রী। ক্যামেরার সামনে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। তার পরনে সাদা রঙের স্লিভলেস ওয়েস্টার্ন ড্রেস। উন্মুক্ত বক্ষযুগল। ভিডিওটিতে তার এক্সপ্রেশন এবং চোখের চাহনি ঘুম উড়িয়েছে তার পুরুষ ভক্তদের। তবে এটি ধারাবাহিকের অন্তর্ভুক্ত কোনো ভিডিও নয়। বরং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ফটোশুটের একটি ভিডিওটি আপলোড করেছেন Titiksha Das ওরফে মেঘ এবং যা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
প্রসঙ্গত উল্লেখ্য, নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। একসময় বিভিন্ন রিয়ালিটি শো এর ব্যাকস্টেজ ড্যান্সার হিসেবে পারফর্ম করতেন তিতিক্ষা। সেইখান থেকেই টেলি পর্দায় পা দেন তিনি। এর আগে কালার্স বাংলার দত্ত অ্যান্ড বৌমাতেও দেখা গিয়েছিল তিতিক্ষাকে। মাত্র ২০ বছর বয়সেই তিনি নজর কেড়েছেন সকল দর্শকের। ইতিমধ্যে সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছে তিতিক্ষা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি