Titiksha Das: বদলে গেল মেঘ! নতুন রূপে পুরুষ ভক্তদের ঘুম উড়াল নীলের বউ, ভাইরাল ভিডিও
ইতিমধ্যেই মেঘের চরিত্রটি মন জিতে নিয়েছে দর্শকদের।

Titiksha Das viral video: বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয়তা লাভ করেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। সোশ্যাল মিডিয়া থেকে ড্রয়িংরুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে। মেঘ, নীল ও ময়ূরী এই তিনজনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়েই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকে মেঘের চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস। ইতিমধ্যেই মেঘের চরিত্রটি মন জিতে নিয়েছে দর্শকদের। প্রথম দিকে মেঘের শান্ত-শিষ্ট এবং বর্তমানে তার প্রতিবাদী চরিত্র দাগ কেটেছে দর্শকের মনে।
Icche Putul
প্রথমদিকে সবকিছু মুখ বুঝে সহ্য করলেও চরিত্রহীনার তকমা দেওয়ার পরই প্রতিবাদী হয়ে ওঠে মেঘ। মেঘ ঠিক করে মেরুদন্ডহীন কোনো মানুষের সঙ্গে সে আর সংসার করবে না। নীলকে ডিভোর্স দিয়ে সেও চায় নতুন করে জীবন শুরু করতে। আপাতত গল্প নতুন মোড় নিয়েছে সেই সঙ্গে বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তাও।
TItiksha Das
ধারাবাহিকের সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মেঘের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ এই অভিনেত্রীর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। প্রসঙ্গত উল্লেখ্য, রিল এবং রিয়েল লাইফের মেঘের মধ্যে রয়েছে এক বিস্তর ফারাক। পর্দার মেঘ মুখচোরা ও শান্ত-শিষ্ট স্বভাবের হলেও বাস্তবের মেঘ কিন্তু একদমই তেমনটা নয়। টেলিভিশনের পর্দায় তাকে সাদামাটা পোশাকে দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে তার অন্য রূপ।
জল্পনার অবসান! বিয়ের মন্ডপেই সব সত্যি স্বীকার করল রূপ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব
Titiksha Das Viral video
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান সব পোশাকেই সাবলীল তিতিক্ষা। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামের ট্রেন্ডিং গানে রিলস বানাতে দেখা যায় তাকে। যা নজর কাড়ে তার পুরুষ ভক্তদের। সম্প্রতি তার একটি ভিডিও দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। বৃষ্টির মধ্যে শাড়ি পরে একটি রিলস বানিয়েছেন তিতিক্ষা। তার লাস্যময়ী রূপে মুগ্ধ হয়েছেন সকল নেটিজেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, বৃষ্টির মধ্যে শাড়ি পরে হেটে চলেছে মেঘ ওরফে তিতিক্ষা। তার এক্সপ্রেশন ঘুম উড়িয়েছে তার পুরুষ ভক্তদের। নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে তিতিক্ষার এই ভিডিওটি। ইতিমধ্যে নেটিজেনদের লাইক ও কমেন্ট ভরে গিয়েছে ভিডিওটিতে। কেউ কেউ তাকে মেঘবালিকা বা নিজের ক্রাশ বলেও সম্বোধন করেছেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি