বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Titiksha Das: নববধূ বেশে মেঘ! নীলকে ভুলে কার সঙ্গে বসলেন বিয়ের পিঁড়িতে?

বর্তমানে দর্শকমহলে উত্তরোত্তর ক্রেজ বৃদ্ধি পাচ্ছে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের।

Advertisements

Titiksha Das: নীলকে ভুলে আবারও বিয়ের পিঁড়িতে বসল মেঘ। বর্তমানে দর্শকমহলে উত্তরোত্তর ক্রেজ বৃদ্ধি পাচ্ছে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের। আপাতত দর্শকদের একের পর এক জমজমাট পর্ব উপহার দিচ্ছেন নির্মাতারা। যার কারণে টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। এর পাশাপাশি মেঘের চরিত্রটি আলাদা ভাবে মন জিতে নিয়েছে দর্শকদের। মেঘের প্রতিবাদী চরিত্র দাগ কেটেছে দর্শক মনে। যে মেয়ে সব কিছু মুখ বুঝে সহ্য করে নিত চরিত্রহীনের তকমা দিতেই সেই মেয়ে গর্জে উঠেছে। মেঘের চরিত্রের পরিবর্তন আলাদাভাবে নজর কেড়েছে সকলের।

Icche Putul

Icche Putul

Advertisements

নিয়মিত দর্শকরা সকলেই জানেন রুপ ও ময়ূরীর চক্রান্তে চরিত্রহীনার তকমা নিয়েই গাঙ্গুলী বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে মেঘকে। গান ও লেখাপড়াকে সঙ্গী করে নতুন ভাবে নিজের জীবন শুরু করেছে মেঘ। এই সময়েই গল্পে এন্ট্রি হয়েছে নতুন নায়কের। মেঘ ও জিষ্ণুর বন্ধুত্ব গল্পে নতুন মাত্রা যোগ করেছে। এক প্রকার মেঘের ছায়াসঙ্গী হয়ে উঠেছে জিষ্ণু। যা ভালো চোখে দেখেনা নীল।

Titiksha Das

Titiksha Das

Advertisements

এরই মাঝেই নয়া অবতারে ধরা দিল মেঘ। বধূবেশে দেখা গেল তাকে। তবে কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মেঘ? তবে প্রশ্ন একটাই বর কে? আসলে ইচ্ছে পুতুল ধারাবাহিকের মেঘ ওরফে তিতিক্ষা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ। মাঝেমধ্যেই নিজের ছবি বা রিলস ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে থাকে তিতিক্ষা।সম্প্রতি ঘটেছে তেমনটাই। বাঙালি বধূর বেশে একটি ফটোশুট করেছেন তিতিক্ষা। সেই ছবিই দর্শকদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। আসলে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন তিনি। কনের সাজে সকলের দৃষ্টি আকর্ষন করেছে তিতিক্ষা। সাজের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে অভিনেত্রী। তার মোহময়ী রূপে মুগ্ধ হয়েছেন সকলেই। ছবি পোস্ট করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেইগুলি। লাইক ও বিভিন্ন ইতিবাচক ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন।

নোংরামির সীমা পার! বৌভাত অনুষ্ঠানে সকলের সামনেই মিনির সঙ্গে চরম অসভ্যতা করলো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

প্রসঙ্গত উল্লেখ্য, নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। একসময় বিভিন্ন রিয়ালিটি শো এর ব্যাকস্টেজ ড্যান্সার হিসেবে পারফর্ম করতেন তিতিক্ষা। সেইখান থেকেই টেলি পর্দায় পা দেন তিনি। এর আগে কালার্স বাংলার দত্ত অ্যান্ড বৌমাতেও দেখা গিয়েছিল তিতিক্ষাকে। মাত্র ২০ বছর বয়সেই তিনি নজর কেড়েছেন সকল দর্শকের। ইতিমধ্যে সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছে তিতিক্ষা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

এক ঝলকে

Related Articles