Titiksha Das: বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী তিতিক্ষা, ঘুম উড়ালেন পুরুষ ভক্তদের
ধারাবাহিকের নায়িকা মেঘের চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা।

Titiksha Das: বর্তমানে বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ তিতিক্ষা দাস (Titiksha Das)। কিছুদিনের মধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে এই অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের নায়িকা মেঘের চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা। ইতিমধ্যে দর্শকের প্রিয় হয়ে উঠেছে এই চরিত্রটি। মেঘের শান্তশিষ্ট স্বভাব এবং বর্তমানে প্রতিবাদী ব্যক্তিত্ব নজর কেড়েছে দর্শকদের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পীও বটে। বলা বাহুল্য, নাচের দ্বারাই নিজের কেরিয়ার শুরু করে তিতিক্ষা।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এই জনপ্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামের বিভিন্ন ট্রেন্ডিং গানে ভিডিও বানিয়ে শেয়ার করে তিতিক্ষা। যা বেশ ভাইরাল হয় নেটদুনিয়ায়। অল্প কিছুদিনের মধ্যে তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে তার যে কোনো ছবি বা ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। ধারাবাহিকে তাকে সবসময় চুড়িদার বা শাড়িতে দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান সব পোশাকেই সাবলীল তিতিক্ষা।
সব সীমা পার! নীলকে পেতে মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিল ময়ূরী, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
Titiksha Das viral video
সম্প্রতি তার একটি রিলস ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে তাকে বলিউডের একটি জনপ্রিয় ট্রেন্ডিং গানে রিলস বানাতে দেখা গিয়েছে। নীল রঙের একটি ওয়েস্টার্ন পোশাকে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। রিলসটি সাধারণ হলেও তার এক্সপ্রেশন সেটিকে অসাধারন করে তুলেছে। তিতিক্ষার এই ভিডিওটিতে লাইক ও শেয়ার করেছেন বহু মানুষ। বিভিন্ন ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন। ভিডিওটির কমেন্টে অনেকেই তিতিক্ষাকে নিজেদের ক্রাশ বলে সম্বোধন করেছেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি