Titiksha Das: ছোট পোশাকে জুনিয়র দীপিকা ‘মেঘ’ তিতিক্ষা! ভিডিওতে সৌরনীলের বউকে দেখে ঘাম ছুটলো ভক্তদের
বর্তমানে 'ইচ্ছে পুতুল' ধারাবাহিকের জন্য তার জনপ্রিয়তা পৌঁছেছে ঘরে ঘরে।

Titiksha Das: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) হল অন্যতম। বর্তমানে ধারাবাহিকের কাহিনী অনুসারে মুখ্য চরিত্রে থাকা নীল ও মেঘের বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে। ধারাবাহিকে মেঘের চরিত্রটি একেবারেই ভদ্র-নম্র। ঘরোয়া একটি মেয়ের ভূমিকায় অভিনয় করছে সে। তবে হঠাৎ করেই মেঘের রূপ রীতিমতো পাল্টে গেল! শাড়ি সালোয়ার ছেড়ে ছোটো খোলামেলা পোশাকে নজড় কাড়ল ধারাবাহিকের অভিনেত্রী। এমন সাজে সকলের প্রিয় মেঘকে দেখে তো রীতিমতো মাথায় হাত দর্শকদের!
Icche Putul Serial’s Actress Titiksha Das
‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা মেঘের আসল নাম ‘তিতিক্ষা দাস’ (Titiksha Das)। এই ধারাবাহিকের আগেও ‘জয় জগন্নাথ’ এবং ‘দত্তা অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে অভিনয় করেছে সে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায়, তার ফ্যান-ফলোয়ার্সের সংখ্যা কতটা উর্ধ্বগামী। বর্তমানে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের জন্য তার জনপ্রিয়তা পৌঁছেছে ঘরে ঘরে। মেঘের চরিত্রটিকে ভীষণভাবে ভালবেসেছে সকল দর্শকেরা। তবে সেই চরিত্র রীতিমতো ঝেড়েমুছে মর্ডান লুকে ধরা দিল সকলের প্রিয় মেঘ। সুইমিং পুলের ধারে ছোট পোশাকে উষ্ণময়ী লুকে ভাইরাল তিতিক্ষার ভিডিও।
Viral Video
ভিডিওটিতে তিতিক্ষার পরণে ছিল কালো রঙের স্লিভলেস খুবই ছোট একটি পোশাক। এর সাথে তার চুল ছিল খোলা। মুখে কোনো মেকআপ ছিল না। চারিদিকে ঘুরে নানান ভঙ্গিমায় সে ধরা দিয়েছে ভিডিওর মাধ্যমে। ৭ লাখেরও বেশি ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ভিডিওটি। ৪৭ হাজার জন ভিডিওটি পছন্দ করেছে। নেটিজেনদের নানান মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স।
নীলের কাছে সব সত্যি শুনে গিনি নিজেই ময়ুরীকে থাপ্পড় মেরে গাঙ্গুলি বাড়ি থেকে তাড়িয়ে দিল!
Netizen’s Reactions
পর্দার ভদ্র রুচি সম্পন্ন মেঘকে এইভাবে দেখে নানান জনের নানান মন্তব্য এসে হাজির হয়েছে। কেউ বলেছে, “এটা দেখে নীল হার্ট ফেল করবে”! কেউ বা আবার বলেছে, “ছোটো দীপিকা পাডুকোন”। কেউ কেউ “হট” বলেও আখ্যায়িত করেছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি