খবর

Weather Update: মেঘ রোদের খেলা চলবে আজ আকাশ জুড়ে! জানুন আবহাওয়ার খবর 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

Advertisements

Weather Update: নিম্নচাপের জেরে উত্তাল দক্ষিণবঙ্গ। দফায় দফায় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। চলতি বছরে সৃষ্টি হওয়া বৃষ্টিপাতের ঘাটতি, এর ফলে কিছুটা হলেও কমেছে। তবে সকালে রোদ ঝলমলে আকাশ তো বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত! এমনই ছিল বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। এখন আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার ১৮ তারিখ পর্যন্ত একইভাবে বৃষ্টিপাত হলেও, কাল থেকেই কমবে বৃষ্টিপাত। একই সাথে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা।

Monsoon Update, 18th August Friday

Weather update

Advertisements

হাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। অপরদিকে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার মতো উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

Kolkata’s Weather Update, 18th August Friday

Weather Update: মেঘ রোদের খেলা চলবে আজ আকাশ জুড়ে! জানুন আবহাওয়ার খবর 

তাপমাত্রা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাত

অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের কমার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত! জানালো আবহাওয়া দপ্তর

Weather update

আর্দ্রতা

জলীয়বাষ্পের কারণে বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি তো থাকবেই! বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আপাতত ৮১ শতাংশ।

সূর্যোদয়-সূর্যাস্ত 

আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫:১৪ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যে ৬:০৬ মিনিটে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles