খবর

Gold Price Today: আবারও বাড়লো সোনার দাম! জানুন আজকের বাজার দর

আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে সোনা সর্বদাই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়।

Advertisements

Gold Price Today: ইতিমধ্যেই বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। যার কারণে আবারও প্রতি সপ্তাহে বেড়ে চলেছে সোনার দাম। বিয়ে বা যে কোনো উৎসব- অনুষ্ঠানে সোনা দেওয়ার চল বহু পুরনো। যার কারণে এখনও এই হলুদ ধাতুর চাহিদা সর্বত্র। এছাড়াও আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে সোনা সর্বদাই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। তবে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম নিয়মিত ওঠানামা করতে থাকে। তাই প্রতিদিন সোনার বাজার মূল্য জানতে উৎসুক থাকে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সোনার দাম কত দেখে নেওয়া যাক –

Gold Price Today: 

Advertisements

শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সকাল ৭টা অনুযায়ী ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রাম সোনার বাটের দাম রয়েছে ৬১,৫০০ টাকা। আজ সোনার দামের কোনো রদবদল ঘটেনি।

Gold

Advertisements

আজ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৬১,৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দামও পরিবর্তন হয়নি।

Gold

শনিবার সকাল ৭টা অনুযায়ী, ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ রয়েছে ৫৮,৭৫০ টাকা।

10 gm 24 carat Gold Price In Four Mega Cities In India:

নয়াদিল্লি- ৬১,৭৯০

মুম্বাই – ৬১,৬৪০

চেন্নাই- ৬২,২৩০

Gold

Silver Price Today:

আজ সোনার পাশাপাশি রুপোর দামেরও রদবদল ঘটেনি। দেখে নেওয়া যাক আজকে রুপোর দাম (Silver Price) কত-

আজ অর্থাৎ সোমবার প্রতি কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৩,৫৫০ টাকা।

নদীতে ডুব দিলেই মিলবে সোনা! ভারতের কোথায় আছে এই স্বর্ণ নদী?

Silver

আজ প্রতি কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৭৩,৬৫০ টাকা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles