খবর

Weather Update: নিম্নমুখী তাপমাত্রার পারদ! কবে থেকে শীত পড়বে, কী বলছে হাওয়া অফিস?

ইতিমধ্যে হেমন্তের হিমেল বাতাস বইতে শুরু করেছে।তাপমাত্রার পারদ নিম্নমুখী।

Advertisements

Weather Update: ইতিমধ্যে হেমন্তের হিমেল বাতাস বইতে শুরু করেছে। তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনে বেশ খানিকটা কমবে তাপমাত্রা। চলতি সপ্তাহতেই তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। উত্তরে হাওয়ার কারণে শীত পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Weather Update In Kolkata

কলকাতার বর্তমান তাপমাত্রা ২০° সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। যা স্বাভাবিকের চেয়ে কখনো বেশি হচ্ছে তো কখনো কম। তবে হাওয়া মোরগের তরফে জানানো হয়েছে যে আগামী শুক্র থেকে শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পতন ঘটবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা ১৮° সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আজ মহানগরীর সর্ব্বোচ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২° সেলসিয়াস থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সম্ভবনা নেই।

Advertisements

মা হলেন মানালি! বিয়ের তিন বছরের মধ্যেই কন্যা সন্তানকে কোলে নিয়ে সুখবর দিলেন অভিনেত্রী

Weather Update

Weather Update In South Bengal

অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের অন্যান্য জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা ১৫° সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। যার কারণে বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ উপভোগ করবেন আমজনতা। রাজ্যের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভবনা নেই।

Advertisements

Weather Update

Weather Update In North Bengal

তবে উত্তরবঙ্গে এখনো বৃষ্টির সম্ভবনা অব্যাহত রয়েছে। পশ্চিমী ঝঞ্জার কারণে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। তারপর সেইখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে।

 

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles