Horoscope: জন্মাষ্টমীর শুভ দিনে ভাগ্য সহায় হবে কোন রাশির? রইল আজকের রাশিফল
চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পারিবারিক সম্পর্ক জন্মাষ্টমীর শুভ দিনে কোন রাশির কেমন কাটবে সারাদিন! জানুন খুঁটিনাটি

Horoscope: আজ ৬ই সেপ্টেম্বর বুধবার জন্মাষ্টমীর শুভ তিথি পড়েছে আজ থেকে। আজ জন্মাষ্টমীর শুভ তিথিতে ভাগ্যের শিকে ছিঁড়বে অনেক রাশির। বিভিন্ন দিক থেকে সুখবর পাবে কর্কট রাশি। আজ কোন রাশির ভাগ্যে কি আছে বা কোন রাশির ভাগ্য সহায় নেই, জেনে নিন বিস্তারিত।
Today’s Horoscopes for All Zodiac Sign
মেষ (Aries)
মেষ রাশির জাতক-জাতিকারা আজ কর্মক্ষেত্রে কোনো সুবিধা পাবেন। প্রভাবশালী ব্যাক্তির সঙ্গে দেখা হতে পারে। পদোন্নতির ক্ষেত্রে কোনো পুরস্কার আশা করতে পারেন। আজ ভালো অনুভব করবেন। ঘরোয়া সম্প্রীতি খুশি করবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বিবাদ মিটে যেতে পারে।
বৃষ (Taurus)
বৃষ রাশির জাতক-জাতিকারা আজ সুস্থ থাকবেন। এই রাশির জাতকদের আজ ব্যস্ততা থাকবে। কর্মজীবীরা কর্মক্ষেত্রে কাজের চাপে ব্যস্ত থাকবেন। সহকর্মীর অনুপস্থিতিতে তার কাজও করতে হতে পারে। আজ কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। কোনো আইনি বিষয়ে ভালো খবর পাবেন। নিজের প্রতিপক্ষ এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।
মিথুন (Gemini)
মিথুন রাশির জাতক-জাতিকারা আজ দিনটি ভালো যাবে। কোনো বিখ্যাত ও সম্মানীয় লোকের সহিত দেখা হতে পারে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।
কর্কট (Cancer)
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। বদলি বা পদোন্নতির বিষয়ে চাকরিতে কোনো বিলম্ব থাকলে আজ তা দূর হবে। কোনো সুখবর পেতে পারেন। মন ভালো রাখতে সব দিক থেকেই সুখের খবর পাওয়া যাবে। সমস্ত দিক থেকে আজ সুবিধা পাবেন।
সিংহ (Leo)
সিংহ রাশির জাতক-জাতিকাদের আজ কর্মক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যারা কিছুদিন আগেই চাকরি পেয়েছেন তাদের কর্মক্ষেত্রে সাবধানে কাজ করতে হবে। অসাবধানতা বিপদ ডেকে আনতে পারে এমনকি চাকরিকেও প্রভাবিত করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো।
কন্যা (Virgo)
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। তবে আজ ঘরোয়া সমস্যায় ব্যস্ত থাকতে পারেন। অর্থহীন জিনিসের উপর ব্যয় নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সংযত হতে হবে।
তুলা (Libra)
তুলা রাশির জাতক-জাতিকাদের আজ দিনটি ভালো যাবে। কর্মজীবীদের জন্য আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি ভালো। কর্মক্ষেত্রে নিষ্ঠার সহিত কাজ করতে হবে। যা পদোন্নতিকে ত্বরান্বিত করবে।
বৃশ্চিক (Scorpio)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আজ কাজের ক্ষেত্রে একটু চাপে থাকবেন। কর্মজীবীদের ক্ষেত্রে দিনটি ঝামেলার হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বিরক্তির কারণ হবে। কাজের চাপ আপনাকে রাগিয়ে তুলতে পারে। কাউকে কোনো কটু কথা আজ না বলাই শ্রেয়। প্রেমিক-প্রেমিকাদের অহেতুক বিষয় ঝগড়া এড়িয়ে চলাই শ্রেয়।
ধনু (Sagittarius)
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য আজ জন্মাষ্টমীর দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে নতুন কৌশল ব্যবহার করে কর্মকর্তাদের খুশি করতে পারেন। ব্র্যান্ডেড কাপড়ের ব্যবসায়ীদের মজুত বাড়াতে হবে নাহলে আজ গ্রাহকরা খালি হাতে ফিরে যেতে পারে। যা ব্যবসার ক্ষতি করবে।
মকর (Capricorn)
মকর রাশির জাতক-জাতিকাদের আজ জন্মাষ্টমীর দিনটি খুব ভালো যাবে। আজ কাজের প্রতিটি ক্ষেত্রে ভাগ্য, সহকর্মী ও জীবনসঙ্গীর সমর্থন পাবেন। তবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একটু ঝামেলার হবে। আমদানি বা রপ্তানির কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোন কাজে বিনিয়োগের আগে সব তথ্য যাচাই করে নেওয়া উচিত।
লক্ষ্মীবারে ভাগ্যের চাকা ঘুরবে কোন রাশির? জানুন আজকের রাশিফল
কুম্ভ (Aquarius)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি একটু ঝামেলার হবে। কথাবার্তার সংযত হতে হবে। দুগ্ধ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। যে অফিসে কাজ করেন সেখানে কোনো কাজ না পেলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই ব্যাপারে সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে পারেন।
মীন (Pisces)
মীন রাশির জাতক-জাতিকাদের আজ জন্মাষ্টমীর দিন মন ভালো থাকবে। বাড়িতে লোকজনের আনাগোনা লেগে থাকবে। দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আজ ব্যাবসা ত্বরান্বিত হবে এবং আয় বাড়বে। তবে নিস্তেজ বোধ করবেন। কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি