খবর

Gold Price: ছুটির দিনে খুশির খবর, সোনার দামে বড়সড় পতন, জেনে নিন আজকের বাজারদর

বর্তমানে যে হারে দাম বাড়ছে এই হলুদ ধাতুর তাতে ইচ্ছে থাকলেও সোনার গয়না পরতে পারছেন না মধ্যবিত্ত।

Advertisements

Gold Price Today : সোনার অলংকার পরতে ভালোবাসেন না এমন মানুষ দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। নারী এবং পুরুষ উভয়েরই পছন্দ সোনার অলংকার। তবে বর্তমানে যে হারে দাম বাড়ছে এই হলুদ ধাতুর তাতে ইচ্ছে থাকলেও সোনার গয়না পরতে পারছেন না মধ্যবিত্ত। ক্রমাগত দাম বাড়ছে সোনার (Gold Price Today)। পরিসংখ্যান অনুযায়ী, 2023 সালে এখনও পর্যন্ত 10 শতাংশ রিটার্ন দিয়েছে সোনালী এই ধাতু। তবে কেবলমাত্র আমাদের দেশে নয়, গোটা বিশ্বজুড়ে হুহু করে দাম বাড়ছে সোনার। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইউকেতে সোনার দাম বেড়েছে (Gold Price Hike) বিপুল হারে। কিন্তু কেন বাড়ছে এত দাম? জেনে নেওয়া যাক বিস্তারিত।

Today Gold Price:

Gold price

Advertisements

বিশেষজ্ঞদের মতে, সোনার দাম বৃদ্ধি পাওয়ার পেছনে রয়েছে একগুচ্ছ কারণ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো, গ্লোবাল ব্যাংকিং সংকট। বর্তমানে সংকটে পড়েছে আমেরিকার একাধিক ব্যাংক যার জেরেই নাকি দাম বাড়ছে এই সোনালী ধাতুর। অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শনিবার কলকাতায় সোনার বাজার দর ছিল সামান্য স্থিতিশীল। তবে আজ অর্থাৎ রবিবার বদলে গেল সেই চিত্র।

Gold Price Today

Advertisements

আজ কলকাতার বাজারে, সোনার দামে (Gold Price Today) কোনোরকম পরিবর্তন না হলেও বাড়লো রুপোর দাম। আজ কলকাতায় 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 60,000 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 55,000 টাকা। শনিবার একই দামে কলকাতার বাজারে বিক্রি হয়েছে সোনা।

সোনা নাকি ফিক্সড ডিপোজিট! কোন বিনিয়োগ বেশি পছন্দ করেন সাধারণ মানুষ?

Gold price

আজ কলকাতায় রুপোর দাম (Silver Price) 77,500 টাকা। শনিবার কলকাতায় রুপোর দাম ছিল 77,100 টাকা। উল্লেখ্য, রবিবার বিশ্ব বাজারে সামান্য দাম বেড়েছে সোনার। শনিবার 1 ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল 1954.30 মার্কিন ডলার। তবে আজ তা সামান্য বের হয়েছে 1955.32 মার্কিন ডলার। যদিও এর প্রভাব দেখা যায়নি দেশীয় বাজারে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles