খবর

Gold Price Today: ধনতেরাসের আগে সোনার দামে বড়সড়ো চমক, দেখে নিন আজকের বাজার দর

ধনতেরাসে সোনা কিনলে ধন-সম্পদের দেবী ধনলক্ষী সন্তুষ্ট হন এবং ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে।

Advertisements

Gold Price Today: সামনেই দীপাবলী। আর তার ঠিক আগেই ধনতেরাস। এই ধনতেরাসে সোনা কেনার চল বহু পুরনো। বিশ্বাস করা হয় এই সময় সোনা কিনলে ধন-সম্পদের দেবী ধনলক্ষী সন্তুষ্ট হন এবং ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। বিভিন্ন দোকানে এইসময় থাকে সোনার গহনার উপর বিশেষ ছাড়। খুব দামী না হলেও প্রত্যেকেই চেষ্টা করেন ধনতেরাসে সোনার গহনা কিনতে। তবে গত কয়েকদিনে সোনার দাম একটু একটু করে বেশ ঊর্ধ্বমুখী হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক কারণগুলির উপর নির্ভর করে নিয়মিত এই দাম ওঠানামা করতে থাকে তাই প্রতিদিন সোনা ও রুপোর বাজার মূল্য জানতে উৎসুক থাকেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। গতকাল একটু হলেও সোনার দাম হ্রাস পেয়েছিল। আজ বুধবার সপ্তাহের তৃতীয় দিনে সোনার দাম কত দেখে নেওয়া যাক:

Gold

Advertisements

Gold Price Today: 

বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সকাল সাতটা অনুযায়ী ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম রয়েছে ৬১,১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৩৫০ টাকা হ্রাস পেয়েছে।

Gold

Advertisements

আজ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৬১,৪৫০ টাকা। আজ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দামও ৩৫০ টাকা হ্রাস পেয়েছে।

Gold

বুধবার সকাল ৭টা অনুযায়ী ২৩ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৩৫০ টাকা হ্রাস পেয়ে হয়েছে ৫৮,৪০০ টাকা।

Silver Price Today:

আজ সোনার দামের সঙ্গে নিম্নমুখী হয়েছে রুপোর দামও। দেখে নেওয়া যাক সপ্তাহের তৃতীয় দিনের রুপোর দাম কত হয়েছে:

আজ অর্থাৎ বুধবার প্রতি কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭১,৪০০ টাকা।

ঘরে সাতটি তেজপাতা পোড়ালেই ঘটবে অলৌকিক কান্ড!

Silver

আজ প্রতি কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৭১,৫০০ টাকা। আজ রুপোর দাম ৭৫০ টাকা হ্রাস পেয়েছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles