Tomader Rani: নতুন বিপদ! রানীর প্রেগন্যান্সির কথা জেনে গেল অনিশা
স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো 'তোমাদের রানী (Tomader Rani)'।

Tomader Rani: স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘তোমাদের রানী (Tomader Rani)’। ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হয়েছে এই মেগা। এই গল্পে একজন মেয়ের স্বপ্ন পূরনের লড়াইকে তুলে ধরা হয়েছে। সংসার সামলেও যে নিজের স্বপ্ন পূরণ করা যায় তারই উদাহরণ হতে চলেছে গল্পের নায়িকা রানী।
Tomader Rani Star Jalsha
ধারাবাহিককে নিত্য দর্শকরা সকলেই জানেন গল্পের নায়িকা রানী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার বাবা চাইত সে জমিদার বাড়ির বউ হোক। তাই নিজের পড়াশোনা কেরিয়ার সবকিছুকে প্রাধান্য দিয়ে বাড়ি ছেড়ে কলকাতায় পালিয়ে আসে রানী। সেখানেই তার গল্পের নায়ক দুর্জয় সঙ্গে দেখা হয়। যিনি পেশায় একজন ডাক্তার। দুর্জয় রানীকে কথা দেয় সে সবসময় রানীর পাশে থাকবে। এরই মাঝে সব ওলট-পালট হয়ে যায়। কিন্তু বহু বাধা-বিপত্তি পেরিয়ে দুর্জয়ের সঙ্গে বিয়ে হয় রানীর। সকলে প্রথমে না মানলেও আস্তে আস্তে রানীকে আপন করে নিতে থাকে।
এরই মাঝে গল্পে আসে নতুন মোড়। মেডিকেল এন্ট্রান্স দিতে যাওয়ার সময় রানী জানতে পারে সে প্রেগন্যান্ট। এই কথা জানার পরই বেশ চিন্তিত হয়ে পড়ে সে। দুর্জয়কে বারবার তার প্রেগনেন্সির কথা বলতে গিয়েও সে বলতে পারেনা। সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে অনিশা ডক্টর চ্যাটার্জির চেম্বারে গিয়ে রানীর ব্যাপারে খোঁজখবর নিতে থাকে যে তার কী হয়েছে! ডক্টর চ্যাটার্জি বুঝতে পারে যে অনিশার মতলব ভালো নয় তাই সে জানিয়ে দেয়, পেশেন্টের স্বামী ছাড়া কাউকে সে সবটা জানাবে না। অনিশা বুঝতে পারে ডক্টর চ্যাটার্জীর কাছ থেকে কিছু কথা বের করা যাবে না। তাই সে সেখান থেকে চলে যায়।
Tomader Rani Latest Episode
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে চেম্বার থেকে বেরিয়ে দুর্জয়দের বাড়িতে আসে অনিশা। সেখানে এসে সে পিঙ্কি বৌদিকে বলে রানীর এমন কিছু রোগ আছে যার কারণে ওর প্রথম বিয়ে ভেঙে যায় এবং এটাই খুঁজে বের করতে হবে তাদের তবেই দুর্জয়ের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাবে। এদিকে দেখা যায় হাবিজাবি খেয়ে পেটের ব্যথায় পূজোয় বসতে পারেনা দেবু। দেবুর উপর বেজায় চটে যায় দুর্জয়ের মা।
এমন সময় রানী জানায় সে উপোস করেছে তাই পুজোয় সে বসবে। যা শুনে খুশি হয়ে যায় শুক্লা। এমন সময় অনিশা এসে জানায় প্রাণীর যেহেতু শরীর খারাপ তাই পুজোর কাজকে সামলে নেবে। কিন্তু রানী অনিশাকে জানায় সে এই পরিবারের কেউ হয় না তবে রানী এই পরিবারের বউ। তাই সে পূজো করলে মা কালী সন্তুষ্ট হবেন। যা শুনে রেগে যায় অনিশা। তবে কী এইবার রানীর আসল সত্যি জেনে যাবে অনিশা! জানতে দেখতে হবে তোমাদের রানী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি