বিনোদন দুনিয়াভিডিও

Tomader Rani: গল্পে নতুন মোড়! রানী মা হচ্ছে জেনে আনন্দে আত্মহারা দুর্জয়

স্টার জলসার (Star Jalsha) একটি নবাগত ধারাবাহিক হলো তোমাদের রানী। প্রথম দিন থেকেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক।

Advertisements

Tomader Rani: স্টার জলসার (Star Jalsha) একটি নবাগত ধারাবাহিক হলো তোমাদের রানী (Tomader Rani)। প্রথম দিন থেকেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। কূটকচালি বা ত্রিকোণ প্রেমের নয় বরং একদম ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করে খুব সহজেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকটি। একজন মেয়ে জীবনে সংসার সামলেও নিজের স্বপ্ন যে পূরণ করতে পারে তারই আভাস দিচ্ছে এই ধারাবাহিক।

Advertisements

Tomader Rani star Jalsha

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে বহু ঝামেলা ঝঞ্জাটের শশুরবাড়িতে নিজের যোগ্য সম্মান পেয়েছে রানী। তার একাধিক ভুল থাকা সত্ত্বেও সকলেই তাকে আপন করে নিয়েছে। এমনকি দুর্জয়ও সমস্ত রাগ ভুলে রাণীকে ভালোবাসতে শুরু করেছে। রানী জীবনে এই সবকিছু চাইলেও তার একমাত্র প্রধান লক্ষ্য একজন সফল ও বড় ডাক্তার হওয়া। কিন্তু দুর্জয় কোনভাবেই রানীর এই স্বপ্নকে সমর্থন করে না শের রানীকে বোঝায় যে একসঙ্গে সবকিছু পাওয়া সম্ভব নয়। কিন্তু রানী প্রতিজ্ঞা করে সকলকে সে ভুল প্রমাণিত করবেই। এরই মাঝে দেখা যায় রানীর মেডিক্যাল এন্ট্রান্সের পরীক্ষা পরে। তার শাশুড়ি তাকে জানায় বাড়িতে অনুষ্ঠান আছে তাই সে যেন কোথাও না বেরোয় কিন্তু রানী জানিয়ে দেয় আজ তার মেডিকেল এন্ট্রান্স তাকে যেন কেউ বাধা না দেয়।

Advertisements

Tomader Rani New Episode

আজকের পর্বে দেখা যাবে মেডিকেল এন্ট্রান্স দিতে যাওয়ার সময় রাস্তায় অসুস্থ হয়ে পড়ে রানী। যার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে জানায় সে প্রেগন্যান্ট। অল্প বয়সে প্রেগনেন্ট হওয়ার জন্য তাকে যথেষ্ট বকাবকি করে ডাক্তারবাবু। যদিও সেখান থেকে পরীক্ষার হলে আসে রানী। পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে দিতে ডাক্তারের বলা কথাগুলো চিন্তা করতে থাকে রানী। অন্যদিকে জয় চিন্তা করতে থাকে রানীর জন্য।

ধামাকাদার এপিসোড! সকলকে চমকে দিয়ে আবারও কোর্টে গিনির পাশে দাঁড়াল মেঘ

Tomader Rani

এরমধ্যে সে খবর পায় রানী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল যা শুনে মনে মনে নিজেকে নিজেকে দোষারোপ করতে থাকে জয়। নিজের সোর্স খাটিয়ে জয় জানতে পারে রানী হসপিটালে ভর্তি ছিল। সে রাণীকে ফোন করে বকাবকি করে। রানীর সঙ্গে দেখা হলে রানী জড়িয়ে ধরে জয়কে। কিন্তু সে প্রেগনেন্ট এই কথা সে জানায় না। তবে যখন দূর্জয় জানতে পারবে রানী প্রেগনেন্ট তখন কী করবে সে!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles