Top Colleges: ভারতের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের ৮টি কলেজ, তালিকায় রইল কোন কোন কলেজ?
গত বছর ৭টি কলেজ ছিল এই সেরা ১০০-র তালিকায়। এই বছরে তার সাথে যুক্ত হয়েছে আরও একটি কলেজ।

সম্প্রতি প্রকাশিত পেয়েছে দেশের সেরা ১০০ টি কলেজের তালিকা (Top Colleges)। এর মধ্যে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ৮টি কলেজ। গত বছর ৭টি কলেজ ছিল এই সেরা ১০০-র তালিকায় (Top Colleges)। এই বছরে তার সাথে যুক্ত হয়েছে আরও একটি কলেজ। অন্যান্য কলেজের পাশাপাশি এই বছর সেরা কলেজের(Top Colleges) তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ। এছাড়া আর কোন কোন কলেজ রয়েছে সেরা ৮-এর তালিকায়, দেখে নেওয়া যাক এক ঝলকে।
8 Top Colleges of West Bengal
- প্রথম স্থানে রয়েছে মিরান্ডা কলেজ।
- দ্বিতীয় স্থানে রয়েছে হিন্দু কলেজ।
- তৃতীয় স্থানে রয়েছে প্রেসিডেন্সি কলেজ।
- চতুর্থ স্থানে রয়েছে পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস।
- পঞ্চম স্থানে রয়েছে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ।
- ষষ্ঠ স্থানে রয়েছে আত্মারাম সনাতন ধর্ম কলেজ।
- সপ্তম স্থানে রয়েছে লয়লা কলেজ।
- অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া।
- নবম স্থানে রয়েছে কিরোরি মাল কলেজ।
- দশম স্থানে রয়েছে লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।
ভারতের এই ৫টি স্কুল বিশ্বের সেরা ১০-এ, তালিকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান
সোমবার India Ranking 2023-এ এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই বছরে হতাশ করেছে রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির। গত বছর এই কলেজটি ছিল নবম স্থানে, বর্তমানে যা চলে গেছে ১৫ নম্বর স্থানে কারণ এর স্কোর কমিয়ে দাঁড়িয়েছে ৬৭.৩৮-এ। এছাড়া ১৯তম স্থানে চলে গেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যার স্কুল ৬৫.০৫। অন্যদিকে বিশেষ উন্নতি হয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহরার কারণ আগেরবার এই কলেজটি ছিল ১৩ নম্বরে বর্তমানে এই কলেজটি চলে এসেছে ৮ নম্বরে। সেন্ট জেভিয়ার্স কলেজ এই বছরে ৭০.৮ স্কোর করে পঞ্চম স্থানে চলে এসেছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি