Quiz: বলুনতো পৃথিবীর প্রথম মানুষটি কোন দেশে জন্মেছিল?
বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের ওপরে অধিক প্রশ্ন থাকে।

Trending Quiz: কেউ সরকারি চাকরির পরীক্ষায় বসতে চায়, কেউ বা স্কুল-কলেজের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে; সবকিছুতেই বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের ওপর জ্ঞান থাকা আবশ্যক। বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের ওপরে অধিক প্রশ্ন থাকে। বইয়ের পাতায় হোক কিংবা ইন্টারনেটের পাতা, সর্বত্রই নিজের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলার সুযোগ পেয়ে যাচ্ছে শিক্ষানবিশরা। আজকের এই প্রতিবেদনেও এরকম করে একটি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর রাখা হল, যার মাধ্যমে পাঠকের জ্ঞানের ভান্ডার আরও বাড়বে। তাহলে আর দেরি না করে দেখে নিন।
GK- Trending Quiz
প্রশ্ন ১: ভারতের কোন শহরকে কমলার রাজধানী বলা হয়?
উত্তর ১: মহারাষ্ট্রের রাজ্য নাগপুরকে কমলার রাজধানী বলা হয়।
প্রশ্ন ২: নীল কলা কোথায় পাওয়া যায় জানেন ?
উত্তর ২: নীল কলা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়।
প্রশ্ন ৩: ভারতের কোন রাজ্যে কখনো ব্রিটিশদের দাস ছিলো না?
উত্তর ৩: গোয়া হল ভারতের এমন একটি রাজ্য, যেখানে ব্রিটিশদের দাস ছিল না।
প্রশ্ন ৪: কোন শহরকে আমের শহর বলা হয়?
উত্তর ৪: ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার শ্রীনিবাসপুর শহরকে আমের শহর বলা হয়। যদিও পশ্চিমবঙ্গে মালদাই হলো আমের খনি।
প্রশ্ন ৫: বলুন তো কোন ফল যা একদিনের মধ্যেই পেকে যায়?
উত্তর ৫: চিকু হলো একমাত্র ফল, যেটি এক থেকে দু’দিনের মধ্যেই পেকে যেতে পারে ।
কোন ফল যার বীজ বা খোসা কিছুই নেই? কেবল 1 শতাংশ মানুষই দিতে পেরেছে উত্তর!
প্রশ্ন ৬: বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করে?
উত্তর ৬: বিশ্বের প্রথম মানুষ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন, যাদের আদিম মানুষ বলে আখ্যা দেওয়া হয়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি