Best Astrology Tips : ৭ টি চালের দানা ঘুরাবে ভাগ্য! লক্ষ্মীর আশীর্বাদে সুখ-সম্পদ উপচে পড়বে

Astrology : চালকে লক্ষ্মীসম ধরা হয় যে কোন হিন্দুদের বাড়িতে । চাল থেকে ফুটে ভাত তৈরি হয়, যা আমাদের মতো দেশে প্রধান খাদ্য বলা চলে। অনেকেই দেবতাকে চাল উৎসর্গ করে। আবার কেউ কেউ কপালে তিলক কাটে চাল ও কুমকুম দিয়ে। তবে শুধু এই সবেই নয়, জ্যোতিষ শাস্ত্র বলছে এই চালই নাকি ফিরিয়ে আনবে আপনার ভাগ্য Astrology।
Try these Astrology Tips to get Happiness and wealth :
অনেকেই অনেক অর্থ উপার্জন করে কিন্তু সবার পক্ষে অর্থ সঞ্চয় করার সহজ কাজ নয়। এক্ষেত্রে দিশা দেখাবে সাতটি চালের দানা। যা নিয়ে একটি কালো কাপড়ে মুড়ে নিতে হবে। এরপর সেটি মানিব্যাগে রেখে দিতে হবে। তাহলেই সমস্ত দোষ কাটবে। এছাড়া বৃহস্পতিবার করে মাছেদের খেতে দিতে হবে।
কেউ যদি সদ্য পিতৃহারা হয় এবং তার পিতৃদোষ না কাটে, তাহলে চালের টোটকাই দেবে মুক্তি। এক্ষেত্রে অমাবস্যা তিথিতে পায়েস তৈরি করে, তা একটি বাটিতে নিতে হবে এবং অন্য একটি বাটিতে একটি রুটি রাখতে হবে। এরপর সেটি ছাদে কাকেদের উদ্দেশ্যে রেখে দিয়ে আসতে হবে । এই পদ্ধতির মাধ্যমে পিতৃদোষ কাটে এছাড়া ব্রাহ্মণকে পায়েশ খাওলেও দোষ কেটে যেতে পারে।
কারোর যদি ভাগ্যে শনির দোষ না কাটে, সে ক্ষেত্রে প্রতিমাসে চতুর্দশী তিথিতে চারটি চালের দানা ঘরে ঠাকুরকে উৎসর্গ করতে হবে। এতে ভাগ্য ফিরে আসবে অতি সহজে।
কারোর যদি দীর্ঘদিনের জমে থাকা কাজ না মেটে, তাহলে অবশ্যই বাড়িতে একটি বজরাংবলির মূর্তি রাখতে হবে। এবার তার সামনে প্রতিদিন একটু একটু করে চাল উৎসর্গ করতে হবে। এতে সমস্ত কাজে সহজেই সাফল্য পাওয়া যাবে।
যদি কেউ দীর্ঘদিন প্রচেষ্টা করেও কোন চাকরি না পায়, সেক্ষেত্রে চালের দানাই এনে দেবে সুখবর। এর জন্য প্রতিদিন সকালে কাককে মিষ্টি ভাত খাওয়াতে হবে। যার ফলে তুষ্ট হবেন মা লক্ষ্মীও।