Tulsi Plant Vastu Tips: সাবধান! তুলসী গাছের সামনে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি, রুষ্ট হবেন মালক্ষ্মী
জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস আছে যা দেবী তুলসীর সামনে কখনোই রাখা উচিত নয়।

Tulsi Plant Vastu Tips: হিন্দুধর্মে তুলসী ( Holy Basil) গাছকে দেবী রূপে পূজার্চনা করা হয়ে থাকে। প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছে নিয়মিত জল ও সন্ধ্যায় ধূপ-বাতি দেওয়া হয়ে থাকে। তুলসী গাছে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অধিষ্ঠান করায় এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টিও লাভ করা যায়। শুভ হওয়ায় যে কোনো পূজানুষ্ঠানে ও শুভ কাজেই তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু অনেক সময় অজান্তে কিছু ভুলের কারণে জীবনে নেমে আসে ঘোর বিপদ।
কখনো ভুল দিনে জল নিবেদন আবার কখনও তুলসী গাছের কাছে ভুল করে এমন কিছু জিনিস রাখা হয় যার কারণে রুষ্ট হন দেবী তুলসী। জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস আছে যা দেবী তুলসীর সামনে কখনোই রাখা উচিত নয়। আজকের প্রতিবেদনে রইল এই সম্পর্কে বিস্তারিত আলোচনা।
Vastu tips: These Things Do Not Keep Near Tulsi Plant
শিবলিঙ্গ রাখা যাবে না:
তুলসী গাছের সামনে কখনোই কোনো শিবলিঙ্গ রাখা উচিত নয়। মহাদেবের ছবিও রাখা যাবে না। এছাড়া গণেশের মূর্তি বা ছবিও রাখা উচিত নয়।
জুতো রাখা যাবে না:
তুলসী গাছের সামনে বা তুলসী মঞ্চের সামনে জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এতে ঘরে দারিদ্রতা দেখা দেয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আটকে যায়।
কাঁটাজাতীয় গাছ রাখা যাবে না:
তুলসী অত্যন্ত কোমল গাছ হওয়ায় এই গাছের সামনে কখনোই কাঁটাযুক্ত গাছ যেমন ফনিমনসা বা ক্যাকটাস গাছ রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসীর সামনে কাটাযুক্ত কোন গাছ রাখলে গৃহে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এবং জীবনে দানা বাঁধে অশান্তি।
ঝাড়ু রাখা যাবে না:
তুলসী গাছের সামনে কোনদিনও ঝাড়ু রাখা উচিত নয় এতে সংসারে আর্থিক সমস্যা দেখা দেয়। অশান্তি দেখা দেয় জীবনে। এছাড়া সন্ধ্যাবেলা ঘরে ঝাড়ু দিলে ক্রুদ্ধ হন মা লক্ষ্মী।
আবর্জনা রাখা যাবে না:
তুলসী গাছের আশেপাশে আবর্জনা রাখা উচিত নয়। তুলসী গাছ বা তুলসী মঞ্চের চারিপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তুলসী দেবীর কাছে আবর্জনা থাকলে দেবীর ক্রোধের শিকার হতে হয়। এমনকি রুষ্ট হন ভগবান বিষ্ণুও। তুলসী গাছের সামনে আবর্জনা রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন সকলে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি