Kar Kache Koi Moner Katha: জমজমাট এপিসোড! পুলিশের কাছে গিয়ে পরাগ ও পলাশকেই দোষী সাব্যস্ত করল বিপাশা
চলতি সপ্তাহে সকলকে পিছনে ফেলে বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিকটি।

Kar Kache Koi Moner Katha: যত দিন এগোচ্ছে ততই জনপ্রিয়তা পাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)’ ধারাবাহিকটি। চলতি সপ্তাহে সকলকে পিছনে ফেলে বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিকটি। বধূ নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে খুব সহজেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই নতুন ধারাবাহিকটি।
Kar Kache Koi Moner Katha Zee Bangla
বর্তমানে বেশ জমজমাট হয়ে উঠেছে প্রতিটি পর্ব। নিত্য দর্শকরা সকলেই জানেন শিমুল ও তার বান্ধবীরা মিলে পাড়ায় দুর্গা পুজোর আয়োজন করে। পূজোর সব দায়ভার ছিল মধুবালা দেবীর উপর। প্রতিদিন অনুষ্ঠান আড্ডাতে জমে উঠেছিল পাড়ার পুজো মন্ডপ। শিমুলের এই বাড়বাড়ন্ত সহ্য করতে পারেনা তার স্বামী পরাগ ও দেওর পলাশ। তারা ঠিক করে বিজয়ার দিন দেবী দূর্গার বিসর্জনের দিন তারা শিমুলের বিসর্জন করবে। প্ল্যান মত তারা শিমুলের সিদ্ধিতে বিষ মিশিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। শিমুলকে হসপিটালে নিয়ে গেলে জানা যায় তার শরীরে বিষ পাওয়া গিয়েছে। ঠিক তখন থেকেই বিপাশা, সুচরিতা সন্দেহ করতে শুরু করেছে পরাগ, পলাশ ও সঙ্গে প্রতীক্ষাকে। ইতিমধ্যে তারা ফোন করে খবর দেয় শিমুলের মাকে। শিমুলের মা ও ছোট বৌদি চলে আসে হসপিটালে শিমুলকে দেখতে।
Kar kache koi Moner Katha New Episode
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বিপাশা সুচরিতা জানিয়ে দেয় কে এই নোংরা কাজটা করেছে সেটা জানার জন্য তারা পুলিশের কাছে যাবে। প্রতীক্ষা বাড়ি চলে যেতে গেলে তাকে আটকে দিয়ে বিপাশা জানায় যতক্ষণ না আসল অপরাধী ধরা পড়ছে ততক্ষণ কেউ যেন কোথাও না যায়। নিজেদের আড়াল করতে এরপরই সকলের সঙ্গে পুলিশ স্টেশন পৌঁছায় পরাগ ও পলাশ।
ধামাকাদার এপিসোড! শিমুল অসুস্থ হতেই তাকে ভালোবেসে সুস্থ করার চেষ্টা করছে পরাগ
পুলিশ স্টেশনে গিয়ে সকল ঘটনা পুলিশের কাছে জানায় বিপাশারা। পুলিশ কারোর উপর সন্দেহের কথা জিজ্ঞেস করলে বিপাশারা নির্দ্বিধায় পরাগ ও পলাশের দিকেই ইঙ্গিত করে। পলাশ নিজেদের বাঁচাতে গেলে বিপাশা দিনের পর দিন শিমুলের উপর হওয়া অত্যাচারের কথা জানিয়ে দেয় পুলিশ অফিসারকে। পুলিশ অফিসারও জানিয়ে দেয় সন্দেহের তালিকায় তারাই প্রথমে আছে। পুলিশের কথায় বেশ ভয় পায় পরাগ ও পলাশ। সব সত্যিটা সামনে আসার পর কী এইবার জেলের ঘানি টানবে পরাগ ও পলাশ! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি