অফবিট

Unknown facts: রোজ তো চা খাচ্ছেন, কিন্তু কাপ-প্লেটের বাংলা অর্থ জানেন?

উনিশ শতকের প্রথম দিকে প্লেটের প্রচলন হয়েছিল। সেই সময় কাঁচ কেটে প্লেট তৈরি করা হতো।

Advertisements

Unknown facts

Bengali terms for cup plate: ঘুম থেকে উঠে চা বা কফি মানুষের নিত্যসঙ্গী। চায়ের কাপে চুমুক না দিয়ে বাঙালির যেন দিন শুরুই হয়না। চা বা কফির সঙ্গে কাপ-প্লেটও মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। রান্নাঘরে বিভিন্ন আকারের ও বিভিন্ন ডিজাইনের শৌখিন কাপ-প্লেট দেখা যায়। কাঁচের কাপ প্লেটের পাশাপাশি চিনামাটির কাপ প্লেটও বেশ প্রচলিত। যা দেখতে বেশ সুন্দর। চা খাওয়ার জন্য কাপ প্লেটের প্রচলন বহু বছর পুরনো।

Unknown fact

Advertisements

চা পানের প্রথম প্রচলন হয় চিন দেশে। এরপর ব্রিটিশদের হাত ধরে এই চা-পানের অভ্যাস বাঙালিদের মধ্যে প্রবেশ করে। সেই ব্রিটিশ আমল থেকেই চা, এবং তার সঙ্গে কাপ-প্লেট ইত্যাদি জিনিসের সঙ্গে পরিচয় হয় বাঙালির।

কাপ প্লেটের প্রচলনের কারণ

আগেরকার দিনে চায়ের কাপের কোনো হ্যান্ডেল বা হাতল ছিল না। তাই গরম চা রাখার জন্য প্লেটের প্রচলন হয়।

Advertisements

Tea and coffee

প্লেটের ইতিহাস:

উনিশ শতকের প্রথম দিকে প্লেটের প্রচলন হয়েছিল। সেই সময় কাঁচ কেটে প্লেট তৈরি করা হতো। বর্তমানে প্রায় সকলের বাড়িতেই এই শৌখিন কাপ প্লেটের সেট চোখে পড়ে।

Tea

কাপ-প্লেটের বাংলা অর্থ

বহু বছর ধরে ব্যবহৃত হলেও সকলেই কাপ-প্লেটের বাংলা অর্থ প্রায় ভুলেই গেছেন। বিদেশি শব্দগুলিই বেশি প্রচলিত। এই কাপ-প্লেটের বাংলা প্রতিশব্দ রয়েছে। যদিও বিদেশি ভাষা থেকেই প্রতিশব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছিল।

কালো সুতো বাঁধছেন পায়ে! কোন ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানেন?

Tea

বাংলায় কাপ প্লেটের আসল অর্থ অনেকেই জানেন না। কাপের আসল অর্থ অনেকে জানলেও প্লেটের বাংলা অর্থ প্রায় সকলেরই অজানা। কাপের বাংলা অর্থ পেয়ালা এবং প্লেটের বাংলা অর্থ পিরিচ। এই শব্দগুলি বিদেশি ভাষা থেকে বাংলায় অনুপ্রবেশ করলেও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাই হয়ে গিয়েছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles