UPSC Exam Result: ‘ফেল করা ভালো, অতিরিক্ত পড়াশোনায় লাভ নেই!’ এমনই বক্তব্য UPSC-তে তৃতীয় উমার
ইউপিএসসির ফলাফল (UPSC Exam Result) প্রকাশ হতেই জয়জয়কার সর্বত্র।

UPSC Exam Result: “ফেল করা ভালো, অতিরিক্ত পড়াশোনা করে লাভ নেই”- ইউপিএসসি তৃতীয় স্থানাধিকারী উমা
ইউপিএসসির ফলাফল (UPSC Exam Result) প্রকাশ হতেই জয়জয়কার সর্বত্র। কৃতীদের মধ্যে প্রথম চারজনই মহিলা, যার ফলে স্থানাধিকারীদের আরও বেশি করে অভিনন্দন জানানোর হিড়িক উঠেছে। এরই ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী, ‘উমা হারাথি’ করলেন এক বিস্ফোরক মন্তব্য। তাঁর কথা অনুযায়ী, “ফেল করা ভালো। ফেল করায় কোন ভুল নেই। আমি অনেকবার ব্যর্থ হয়েছি, শুধু নিজের উপর বিশ্বাস হারালে চলবে না।”
এক নজরে
UPSC Exam 2022 3rd Uma Harathi
এছাড়া তৃতীয় স্থানাধিকারী ‘উমা হারাথি’ আরো বেশ কিছু বক্তব্য রাখেন। তিনি জানান, তিনি এই নিয়ে পঞ্চমবারের জন্য ইউপিএসসি (UPSC) পরীক্ষাতে বসেছিলেন। ২০২২ সালে তার জন্য ইউপিএসসিতে চতুর্থ স্থান পাওয়াটা, এতটাও সহজ ছিল না। তবে তিনি এও বলেছেন, “আমি আমার ভুল থেকেই শিখেছি। নিজের দুর্বলতা এবং ক্ষমতা বুঝতে শিখেছি। তাঁর কথা অনুযায়ী, সাফল্যের কোন সূত্র থাকে না। অধ্যাবসায় করলেই সাফল্য পাওয়া যায় অতি সহজে।
বলা বাহুল্য, উমার এই উক্তি আগামী ইউপিএসসি উচ্চাকাঙ্ক্ষীদের সাহস জোগাবে। অবশ্য তার এই কৃতিত্ব পরিবার ও বন্ধুদেরকে তুলে দিয়েছে উমা। বাবাকেও বিশেষ কৃতিত্ব জানিয়েছে।
UPSC Exam Result 2022
২০২২ সালে মোট ৯৩৩ জন ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে ৩২০ জন মহিলা এবং ৬১৩ জন পুরুষ। শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ২৫ জন। যার মধ্যে ১৪ জনই মহিলা। এছাড়াও প্রথম চারে রয়েছে চারজনই মহিলা।
- UPSC 2022 প্রথম ঈশিতা কিশোর– দিল্লি বিশ্ববিদ্যালয় (অর্থনীতির ছাত্রী)
- দ্বিতীয় গরিমা লোহিয়া- দিল্লি বিশ্ববিদ্যালয়
- তৃতীয় উমা হারাধি- হায়দ্রাবাদ আইআইটি
- চতুর্থ স্থান স্মৃতি মিশ্র– দিল্লি বিশ্ববিদ্যালয়
এছাড়া রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও কৃতীস্থানে একজন জায়গা করে নিয়েছেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে