খবর

Valarmothi ISRO: “চাঁদের বক্ষে নামছে চন্দ্রযান”, প্রয়াত ইসরোর নেপথ্য কণ্ঠ

১৯৮৪ সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-তে যোগদান করেন তিনি।

Advertisements

Valarmothi ISRO:

১৪ই জুলাই চন্দ্রযান-3 পাড়ি দিয়েছিল চাঁদের উদ্দেশ্যে। সেই সময় গোটা দেশ সাক্ষী ছিল সেই 10,9,8,7….. কাউন্টডাউনের এবং ২৩ আগস্ট চন্দ্রযান-3 এর চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের দিকে তাকিয়ে ছিল গোটা ভারতবাসী। ভারতের এই চন্দ্রমিশনের দিকে নজর ছিল গোটা বিশ্বের। সেই মাহেন্দ্রক্ষণে গোটা দেশবাসী যার কণ্ঠে আবারও চন্দ্রযান-3 অবতরণের সকল খবর পেয়েছিল ইসরোর সেই বিজ্ঞানী ভালারমতি (Valarmothi ISRO) প্রয়াত হয়েছেন। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। ২৩ আগস্ট ল্যান্ডার বিক্রমের গতি কমানো থেকে শুরু করে পাখির পালকের মতো সফট ল্যান্ডিং সবকিছুই গোটা বিশ্বকে জানিয়েছিলেন বিজ্ঞানী ভালারমতি।

ISRO scientist voice behind Chandrayaan-3 Mission

Valarmothi ISRO

১৯৫৯ সালের ৩১শে জুলাই তামিলনাড়ুর আরিয়ালুর গ্রামে জন্মগ্রহণ করেন ভালারমতি।১৯৮৪ সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-তে যোগদান করেন তিনি। ২০১২ সালে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম র‌্যাডার স্যাটেলাইট রিস সফল ভাবে উপগ্রহে প্রতিষ্ঠিত হয়েছিল।এই অভিযানের দায়িত্বে ছিলেন বিজ্ঞানী ভালারমতি। এছাড়াও ইসরোর একাধিক অভিযানে ধারাভাষ্য দিয়েছেন ঘোষিকা ভালারমতি। বিজ্ঞান এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য আব্দুল কালাম পুরস্কারও পেয়েছেন তিনি। ISRO-র যে কোনও অভিযানে ধারাভাষ্য ও কাউন্টডাউন শোনা যেত তাঁর গলাতেই।

Advertisements

সৌর দেশে পাড়ি দিল আদিত্য এল-১, চাঁদের পর সূর্য অভিযানে বড়সর সাফল্য পেল ইসরো

Valarmothi ISRO

ইসরোর বিজ্ঞানীদের তরফে পাওয়া খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাংর। বিজ্ঞানী ভালারমতির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন ডিরেক্টর পিভি বেঙ্কটাকৃষ্ণন এক্স তিনি তার টুইটার হ্যান্ডেলে লেখেন, “শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনের কাউন্টডাউনে ভালারমতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। প্রণাম।”

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles