খবর

Vande Bharat Sleeper Train and Metro: সুখবর! খুব শীঘ্রই আসছে বন্দে ভারত স্লিপার কোচ ও মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা! জানুন বিস্তারিত 

ভারতীয় রেল কর্মকর্তাদের থেকে প্রাপ্ত খবর অনুসারে জানা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে বন্দে মেট্রো এবং বন্দে ভারত স্লিপার।

Advertisements

Vande Bharat Sleeper Train and Metro: সাধারণ যাত্রীদের দ্রুত এবং ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভারতীয় রেলের তরফে শুরু করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের সাহায্যে খুব কম সময়ে এবং সহজে নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যায় এই ট্রেনের মাধ্যমে। অন্যান্য ট্রেনের থেকে ভাড়া একটু বেশি হলেও ভালো পরিষেবা ও দ্রুততার জন্য অনেকেই বেছে নিচ্ছেন এই ট্রেনটিকে। এমনকি এই ট্রেনের গতির কারণে ভাটা পড়েছে বিমানযাত্রীর সংখ্যাতেও।

Vande Bharat Sleeper Train Coming soon

এইবার ভারতীয় রেল কর্মকর্তাদের থেকে প্রাপ্ত খবর অনুসারে জানা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে বন্দে মেট্রো এবং বন্দে ভারত স্লিপার। এই দুই ট্রেন চালু হলে গন্তব্যে পৌঁছতে যাত্রীদের আরও সুবিধা হবে এবং কম খরচে বেশি দুরত্বে ভ্রমণ করা যাবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এই দুই বন্দে ভারত ট্রেনের পরিষেবা শুরু হতে চলেছে। মূলত রেল ব্যবস্থাকে আরও গতি দেবে এই দুই ট্রেন। রেলওয়ের একজন কর্মকর্তার কথা অনুযায়ী, আগামী বছর মার্চের প্রথম দিকে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে। তবে বি জি মাল্য জানিয়েছেন, আগামী আর্থিক বছরে স্লিপার কোচ চালু করা হবে বন্দে ভারতের অর্থাৎ আগামী বছরে এপ্রিলের শুরু থেকেই সাধারণ মানুষের জন্য বন্দে ভারত স্লিপার কোচ চালু হয়ে যাবে।

Advertisements

সিলিন্ডারে কতটুকু গ্যাস অবশিষ্ট? জেনে নিন সহজ উপায়ে

Vande Bharat Metro

দূরের শহরগুলিকে আধা উচ্চগতির ট্রেনের দ্বারা যুক্ত করার জন্য বন্দে ভারত স্লিপার কোচ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলমন্ত্রক। এই ট্রেন চালু হওয়ার পর কলকাতা থেকে মুম্বই বা দিল্লি যাওয়া আরও সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। প্রাপ্ত খবর অনুসারে জানা যাচ্ছে, আপাতত কলকাতা মুম্বাই বন্দে ভারত এবং কলকাতা দিল্লী বন্দে ভারত চালু হবে খুব শীঘ্রই। অপরদিকে বন্দে ভারত মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষুদ্র সংস্করণ যার মাধ্যমে অল্প দূরত্বের শহরগুলিকে যুক্ত করা হবে। রেল কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে ১২ কোচের বন্দে ভারত মেট্রো চালু করা হবে।

Advertisements

বর্তমানে পশ্চিমবঙ্গে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা পাওয়া যায়। সেগুলি যথাক্রমে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া – পটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়া ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস হিসাবে পুরুলিয়া জংশনের উপর দিয়ে টাটানগর-বারানসী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে শুরু হওয়ার কথা চলছে। সেই সঙ্গে বন্দে ভারত মেট্রো ও বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে তা বড় সংযোজন হবে বলেই আশা করা হচ্ছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles