Vastu Tips: বাস্তু মেনে শোয়ার ঘরে রাখুন এই সাতটি গাছ, সংসার ভরে উঠবে সুখ-শান্তিতে
বাস্তু মতে, এমন কয়েকটি গাছ আছে যা ঘরে রাখলে সংসারে সুখ শান্তি বজায় থাকে।

Vastu tips: গৃহের অন্দরসজ্জায় গাছের জুড়ি মেলা ভার! বাড়ির বাইরের শোভা বাড়ানোর পাশাপাশি বাড়ির ভিতরের শোভা বাড়িয়ে তুলছে বিভিন্ন ইনডোর প্ল্যান্ট। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে, এই জাতীয় গাছের বেশ কিছু মহিমাও রয়েছে। বাস্তু মতে, এমন কয়েকটি গাছ আছে যা ঘরে রাখলে সংসারে সুখ শান্তি বজায় থাকে। জেনে নেওয়া যাক বিস্তারিত।
7 Best Plants for Your Bedroom as Per Vastu
- মানি প্ল্যান্ট
এই গাছের সাথে সকলেই কমবেশি পরিচিত। লতানো এই উদ্ভিদ বায়ু পরিশোধন করতে সাহায্য করে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই গাছকে বিছানার ডান কিংবা বাম পাশে রাখলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধির অভাব হয় না।
- বাঁশ গাছ
বাড়িতে বাঁশ গাছ লাগালে কোনো ভাবেই অশুভ শক্তি প্রবেশ করতে পরে না। এই গাছকে অবশ্য লাকি বাম্বো হিসাবে চেনে অনেকে। বাস্তু বিশেষজ্ঞরা দাবি করেন, এই ছোট্ট বাঁশ গাছ সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে।
- শান্তি লিলি
এই গাছটির পরিচিতি রয়েছে সৌন্দর্য্যের জন্য। গাছটির সাদা ফুল সকলকে আকৃষ্ট করে, একই সঙ্গে বাড়িতে শুভ শক্তির প্রভাব বিস্তার করে।
- লিলি গাছ
এই গাছ শিশুর মানসিক বিকাশে সাহায্য করে কারণ লিলি শান্তির প্রতীক। তাই বিশেষ করে সদ্যজাত শিশু বাড়িতে থাকলে, এই উদ্ভিদকে অবশ্যই জায়গা দিতে হবে বেডরুমে।
- জুঁই গাছ
আকারে বড় হলেও বর্তমানে জুঁই খুবই জনপ্রিয়। এই উদ্ভিদ আকারে অনেকটাই ছোট। তাই বাড়ির ভেতরে সহজেই জায়গা করে নেই। বায়ু পরিশোধন করার পাশাপাশি মনে শুভ শক্তির আগমন ঘটায় এই গাছ।
ঘরের দরজায় রাখবেন না এই গাছ! সরিয়ে ফেলুন ৫ জিনিস, রুষ্ট হন মা লক্ষ্মী
- ল্যাভেন্ডার
এই উদ্ভিদের সুগন্ধ বাড়ির সুখ শান্তি ফিরিয়ে আনে। তাছাড়া মানসিক শক্তির দিকেও খেয়াল রাখে এই গাছ।
- স্নেক প্ল্যান্ট
এই গাছের পাতা দেখতে অনেকটাই অ্যালোভেরা পাতার মতো। এই উদ্ভিদ শুভ চেতনা এবং ইচ্ছে শক্তির জন্ম দেয়। অন্যদিকে ঘরের মধ্যে বাতাস শোধনেও সাহায্য করে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি