Vastu Tips: সকালে ঘুম থেকে উঠে এই বস্তুটি দেখেছেন? সাবধান হয়ে যান এখনি!
ছোটখাট এমন অনেক কিছুই রোজের জীবনে ঘটে, যার আসল অর্থ জানা থাকে না।

Vastu tips: বাস্তুশাস্ত্র মতে এমন অনেক জিনিসই রয়েছে, যেগুলি মেনে চললে জীবন হয়ে ওঠে সুখময়। বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) বিশেষ কিছু নিয়ম মেনে চললে, সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে সংসার শান্তিতে ভরে ওঠে। সেরকমই বিশেষ কিছু জিনিস রয়েছে, যেগুলি সকালে ঘুম থেকে উঠে দেখা কিংবা শোনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। শুধু এগুলিই নয়, ছোটখাট এমন অনেক কিছুই রোজের জীবনে ঘটে, যার আসল অর্থ জানা থাকে না। বাস্তুমতে যার পিছনে রয়েছে অনেক শুভ অর্থ। তাহলে আর দেরি না করে দেখে নিন এরকমই বিশেষ কিছু লক্ষণ।
Vastu tips: This Sings in Morning Will Makes You Rich
বাস্তুশাস্ত্র অনুসারে কেউ যদি সকালে উঠে শঙ্খর সুরেলা আওয়াজ শুনতে পায়, তাহলে তা অত্যন্ত শুভ। এতে দেবী লক্ষ্মীর আগমনের বার্তা পাওয়া যায়।
বাস্তুশাস্ত্র বলছে, যদি কেউ সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা দেখতে পায় তাহলে সেটি শুভ বলে গণ্য করা হয়। এটি দীর্ঘদিন হলে জীবনের যাবতীয় সমস্যা দূর হয়ে যায়।
অনেকেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকে। বাস্তুশাস্ত্র বলছে, যদি কেউ স্বপ্নে ঝাড়ু, প্যাঁচা, হাতি, টিকটিকি, সাপ এই জাতীয় জিনিস দেখে; তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ।
রাতে ঘুমানোর সময় খাটের কাছে জলের বোতল রাখেন? নিজের বিপদ ডাকছেন নিজেই
হঠাৎ করে যদি কোন ব্যক্তির ডান হাতের তালু ক্রমাগত চুলকাতে থাকে, তাহলে তা অত্যন্ত শুভ বার্তা বয়ে আনে। এর ইঙ্গিত হল ধন-সম্পদ আগমনের।
কখনো বাড়িতে যদি এক জায়গায় তিনটি টিকটিকি একসাথে দেখা যায়, তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ। বাড়িতে শুভ বার্তা আসে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি