Vastu tips with lemon-Chilli: নজর কাটাতে লেবু- লঙ্কা কেনো ব্যবহার হয়? জেনে নিন এর আসল কারণ
অনেকেই দোকানের সামনে, গাড়ির সামনে কিংবা বাড়ির সামনে সারি সারি লঙ্কা লেবু ঝুলিয়ে রাখে।

Vastu tips with lemon: বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আজও বেশ কিছু অন্ধবিশ্বাসের বসে নানান কাজ করে থাকে সাধারণ মানুষের। এর পিছনে কি ব্যাখ্যা রয়েছে তা হয়তো কেউই জানে না! তবুও নিজের মনের স্বস্ত্বির জন্য এরূপ কুসংস্কার মূলক কাজ সকলেই করে থাকে। আর এর মধ্যে অন্যতম হলো নজর এড়াতে লঙ্কা-লেবু (Vastu tips with lemon chilli)ব্যবহার করা। অনেকেই দোকানের সামনে, গাড়ির সামনে কিংবা বাড়ির সামনে সারি সারি লঙ্কা লেবু ঝুলিয়ে রাখে। সকলেই মানে যে, এই রূপ লঙ্কা-লেবু যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে বাইরের কুদৃষ্টি থেকে বাড়ি-গাড়ি, দোকান সবই রেহাই পাবে।
Vastu tips with lemon-Chilli:
তবে জানেন কি, জ্যোতিষ শাস্ত্র এ বিষয়ে কি বলছে? জ্যোতিষ শাস্ত্রের মতে, লেবুতে থাকে টক স্বাদ এবং লঙ্কায় ঝাল। যার ফলে অশুভ শক্তি অতি সহজেই এই ঝাঁঝ ও টকের কারণে দূরে সরে যায়। লেবু এবং সাতটি লঙ্কা দরজার বাইরে ঝুলিয়ে রাখলে, এতে অলক্ষী দূরে সরে যায় এবং মানুষের জীবনে কোন বিপদ আসে না। আবার এর পিছনে একটি বড় গল্প রয়েছে।
অলক্ষ্মী দুর করতে লেবুর মাহাত্ম্য
লক্ষ্মী যেমন ধন-সম্পত্তির দেবী। সেরকম তার এক বোন ছিল, তার নাম অলক্ষ্মী। তারা দুজনে একবার একটি বণিকের বাড়িতে এসেছিল। এরপর ওই বণিককে তারা প্রশ্ন করেছিল, তাদের মধ্যে কাকে সবথেকে সুন্দর দেখতে। বণিক কিছুটা কুটনীতি বের করে উত্তর দেন, ছোট বোন অর্থাৎ মা লক্ষ্মীকে বাড়ির বাইরে থেকে ভিতরে প্রবেশ করার সময় সুন্দর লাগছিল আর অলক্ষ্মী অর্থাৎ বড় বোনকে বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়ার সময় অধিক সুন্দর লাগছিল। এই কারণে দেবী লক্ষীকে ঘরের ভিতরে জায়গা করে দেওয়া হয়। অলক্ষ্মীকে বাড়ির বাইরে এবং তাকে শোভা দিতেই লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখা হয়।
এছাড়া কোন দোকান বা গাড়ি কিংবা বাড়িতে প্রবেশ করার সময়, যে কারোর নজর প্রথমে ওই ঝোলানোর লেবু-লঙ্কার উপরেই পড়ে। যার ফলে পরবর্তীতে ওই গাড়ি, বাড়ির উপরে আর নজরটা সেভাবে আসে না। রাস্তায় যদি কখনো লেবু লঙ্কা পড়ে থাকে, সেটিকেও ডিঙানো উচিত নয় এতে বিপদ আসতে পারে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি