ভাইরাল

Viral: রাতারাতি কোটিপতি! ছেলের ভাগ্য বদলে দিল বাবার ৬০ বছরের পুরোনো পাসবুক

পুরোনো চাল ভাতে বাড়ার পাশাপাশি পুরনো জিনিসও এক সময়ে অমূল্য হয়ে উঠতে পারে।

Advertisements

Viral: ইতিহাস যেন কোনো না কোনো গল্প লিখে রেখে যায় বর্তমানের জন্য। দক্ষিণ আমেরিকার চিলিতে ঘটে যাওয়া এমন একটি ঘটনা, আবারও এই বিষয়ে জানান দিল সাধারণ মানুষকে। পুরোনো চাল ভাতে বাড়ার পাশাপাশি পুরনো জিনিসও এক সময়ে অমূল্য হয়ে উঠতে পারে। ঠিক এভাবেই বাবার পুরনো পাসবুক রীতিমতো অমূল্য হয়ে উঠলো ছেলের কাছে। চিলিতে হলো এমনই এক কান্ড।

Viral: Man Discovers Father’s 60 Years Old Passbook in Junks

Viral

দীর্ঘ ৬০ বছর পরে বাবার পাসবুক খুঁজে পেয়ে কোটিপতি হয়ে উঠল চিলির এক যুবক, নাম এক্সকুয়েল হিনোজোসা। হঠাৎ করেই বাড়ি পরিষ্কার করার সময় তিনি পুরনো কিছু জিনিসের মাঝে খুঁজে পান একটি পাসবুক। পাসবুকটি ছিল প্রায় ৬০ বছরের পুরোনো। তার বাবার এই অ্যাকাউন্টের কথা শুধু তার বাবাই জানতো। সেই কারণে কিছুটা অবাক হয়ে গিয়েছিল ছেলে।

Advertisements

আজব কাণ্ড! ভগবান রূপে ক্যাটরিনা কাইফকে পুজো করেন দম্পতি! কারণ জানলে অবাক হবেন

Son Becoming Billionaire

Viral

১৯৬০ সাল নাগাদ ওই যুবকের বাবা ঠিক করেছিল একটি বাড়ি কিনবে চিলিতে। এই কারণে ব্যাংকে তিনি প্রায় ১.৪০ লক্ষ টাকা (চিলি মুদ্রায়) জমা করেছিলেন। বর্তমান বাজারে ভারতীয় অংকে সেই অর্থ এসে দাঁড়ায় ১৩,৪৮০ টাকাতে। দীর্ঘ ৬০ বছর অতিক্রম হওয়ার সাথে সাথেই এই পরিমাণটি পৌঁছেছে রীতিমতো কোটি টাকায়! এমন সত্যি জানতে পেরে ছেলে এক্সকুয়েল তো রীতিমতো হতবাক!

তবে এসবের পাশাপাশি এক্সকুয়েল ভেবেছিল, এত পুরোনো পাসবুক থেকে অর্থ লাভ করাটা হয়তো সত্যিই অধরা থাকবে! কিন্তু সেই বইটি ছিল একেবারে স্টেট গ্যারেন্টেড অর্থাৎ ব্যাংক টাকা না দিলেও, সরকার সেই টাকা যেকোনো মূল্যে ফিরিয়ে দেবে । এর ফলে আইনের পথ অবলম্বন করে চিলির ওই যুবক। এরপরে মামলা-মোকদ্দমার পরে সরকার থেকে আশ্বাস দেয়, তার বাবার সঞ্চিত অর্থ ছেলে এক্সকুয়েকেই দিতে চলেছে তারা। তবে সব টাকা না পেলেও শেষ পর্যন্ত ১.২ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকা তাকে দেওয়া হয়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles